বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার (৯ জুলাই) সৌদি রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র দেন।
গত ১ জুলাই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন এবং সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান-এর স্থলাভিষিক্ত হন।
রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আবিয়াহ সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার কূটনৈতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জেনেভা এবং চীনের গুয়াংজু শহরে দায়িত্ব পালন।
কেএন/টিএ