পুজো মানেই টলিউডে বড় ছবি, আর সেই তালিকায় এবার অন্যতম আলোচ্য নাম ‘রক্তবীজ ২’। ২০২৩ সালের পুজোয় মুক্তি পাওয়া ‘রক্তবীজ’ ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে ফিরছেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ফের দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ‘পঙ্কজ সিংহ’ চরিত্রে। সঙ্গে থাকছেন মিমি চক্রবর্তী ও ভিকি সরকার।
এই সিক্যুয়েল ঠিক প্রথম ছবির পরপর ঘটনার ধারাবাহিকতা। তবে এবার কাহিনিতে যুক্ত হয়েছে আরও গভীরতা, আবেগ আর মানবিক টানাপোড়েন। আবির জানাচ্ছেন, “পঙ্কজ শুধু রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অফিসার নয়, সে একজন মানুষ—যার আছে অতীত, দায়বদ্ধতা, ভালোবাসা আর আত্মত্যাগের সাহস।” চরিত্রটি এবার আরও স্তরসমৃদ্ধ, আরও গভীর।
এবারের গল্পে যে শুধু থ্রিলার থাকবে না, থাকবে একটা আবেগঘন ব্যক্তিগত ছোঁয়াও, তার ইঙ্গিত মিলেছে মিমি চক্রবর্তীর সংযুক্তা চরিত্রের সঙ্গেও। প্রথম ছবিতে যেটুকু ইঙ্গিত ছিল দু’জনের সম্পর্ক নিয়ে, এবার সেই রসায়ন হয়তো আরও প্রকাশ্য হবে।
উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিরিজে আবির ও প্রযোজকদের বোঝাপড়া এতটাই নির্ভরযোগ্য, যে একে অপরের কাজ একপ্রকার সিগনেচারে পরিণত হয়েছে। 'প্রাক্তন', 'পোস্ত', 'গোত্র'-র পর ‘রক্তবীজ’ সেই ধারাবাহিকতার আরেক শক্তিশালী সংযোজন।
আবির নিজেই বলছেন, “পঙ্কজ আর সুমন্ত ঘোষালের মতো চরিত্রদের মধ্যে পার্থক্য অনেক। সুমন্ত ছিলেন রাগ-ক্ষোভের প্রতিচ্ছবি, পঙ্কজ হলেন আদর্শ ও সাহসের প্রতীক। তবে দু’জনেই ভেতরে ভেতরে খুব সংবেদনশীল।”
এইবারের পুজোয় ‘রক্তবীজ ২’ শুধু অ্যাকশন-থ্রিলার নয়, বরং হয়ে উঠতে চলেছে আবেগ, দায়িত্ববোধ ও ভালোবাসার সংমিশ্রণে এক পূর্ণাঙ্গ গল্প। পঙ্কজ সিংহকে এবার দেখা যাবে আরও কাছ থেকে, আরও গভীরভাবে।
এসএন