সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কান্না করেননি কান্না হয়ে গেছে। বুধবার (৯ জুলাই) সাংবাদিক ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন।
ওই পোস্টে তিনি বলেন, ‘আজকে প্রায় সব মিডিয়ায় পলকের আদালতে কান্নার খবরটি দেখেছেন। তার কান্না দেখে খুব কোমল হৃদয়ের মানুষের মন গলতে পারে।
অথচ ইন্টারনেট বন্ধ করে ছোট বাচ্চাদের নির্মমভাবে হত্যার পর এই পলক মশকরা করে বলেছিলেন, ইন্টারনেট সরকার বন্ধ করেনি বন্ধ হয়ে গেছে।’
ইলিয়াস হোসাইন বলেন, ‘ক্ষমতা তাকে এতটাই অন্ধ-অমানুষ করে দিয়েছিল তার আপন ভাইদের জায়গা-জমি পর্যন্ত দখল করে নিয়েছিল। প্রতিবাদ করায় পুলিশ দিয়ে ভাইকে তুলে নিয়ে নির্যাতন করিয়েছিল। গেল ১৫ বছরে সবচেয়ে লুটপাট করা জয়ের প্রধান সহযোগী ছিল পলক।ছোট একটা সরকারি অ্যাপ তৈরিতে খরচ দেখিয়েছে ১০ কোটি টাকা!’
তিনি আরো বলেন, ‘টাকা পলককে বাঁচাতে পারেনি, আল্লাহ পাকড়াও করে ফেলার পর চোখের পানি ফেলে লাভ নেই, সময় শেষ! যারা ভারতে বসে হুমকি দিচ্ছে, তাদের নেতাদের দেখে বোঝা উচিত আওয়ামী অধ্যায় বাংলাদেশে শেষ। ফেসবুকে লাফালাফি করে লাভ হবে না। তোমাদের নেতারা টাকা-পয়সা নিয়ে ইউরোপ, আমেরিকায় আরামে আছে।’
আরআর/টিএ