‘বার্সা ভক্ত’ হিসেবে রিয়ালকে হারাতে চান পিএসজি কোচ

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল হলেও, ম্যাচটি যেন ফাইনালের আগে আরেক ফাইনাল। আসরের অন্যতম সেরা দুই ফেবারিট মুখোমুখি হবে এই ম্যাচে। একদিকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি, তাদের বিপরীতে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পিএসজির বর্তমান কোচ লুইস এনরিকে একসময় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ডাগআউট সামলেছেন। যখন রিয়াল ছিল তার চিরপ্রতিদ্বন্দ্বী। পিএসজির পক্ষে দাঁড়ালেও সেই স্মৃতি স্মরণ করালেন এনরিকে।

আজ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়বে পিএসজি ও রিয়াল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ লস ব্লাঙ্কোসদের নিয়ে পিএসজি কোচ বলেন, ‘বিশ্বের সফলতম ক্লাবের বিপক্ষে লড়াই সবসময়ই বাড়তি প্রেরণার। রিয়ালের বিপক্ষে ম্যাচটি বিশেষ কিছু, কোনো সংশয় নেই। এই ধরনের ম্যাচ খেলতে আমরা বেশি পছন্দও করি, কারণ এর মানে আমরা নিজেদের কাজটি করতে পেরেছি এবং সেমিফাইনালের মতো ম্যাচ খেলার জায়গায় আসতে পেরেছি।’

সাবেক বার্সেলোনা ও স্পেনের কোচ এনরিকে বলেন, ‘আপনারা ইতোমধ্যেই জানেন আমি একজন বার্সাভক্ত। এখনও আমি ওই ক্লাবের সদস্য এবং তাদের খেলার সমর্থক হিসেবে রিয়ালের বিপক্ষে খেলায় সবসময়ই বাড়তি প্রেরণা পাই। আমরা এতটুকু পথ ইতিহাস গড়েই এসেছি। এখন আমাদের এমন একটি টুর্নামেন্ট জয়ের সুযোগ এসেছে, যা প্রতি চার বছর অন্তর হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লাবের বিপক্ষে খেলার দারুণ মঞ্চ এটি। আমরা এখন ফাইনাল থেকে এক কদম দূরে, স্বভাবতই এই মুহূর্তে অনেক বেশি প্রেরণা কাজ করছে।’



ম্যাচটিতে রিয়ালের প্রতিপক্ষ যখন পিএসজি, স্বাভাবিকভাবে ক্লাবটির সাবেক তারকা কিলিয়ান এমবাপের প্রসঙ্গ আসবেই। সাবেক ক্লাবের সঙ্গে আইনি লড়াইও চলছে এই ফরাসি অধিনায়কের। ফলে রিয়াল-পিএসজি ম্যাচেও সেই উত্তেজনার রসদ তো থাকবেই। প্রতিবারের মতো এবারও এনরিকের সামনে প্রশ্ন তোলা হয়– এমবাপেকে ছাড়াই পিএসজি এখন আরও ভালো দল কি না? অন্য সময় কৌশলী উত্তর দিলেও এবার এড়িয়ে গেলেন পিএসজি কোচ, ‘এই প্রশ্ন অতীত নিয়ে। আমি এখানে অতীত নিয়ে কথা বলতে চাই না। কেবল ভবিষ্যৎ নিয়েই ভাবছি।’

ক্লাব বিশ্বকাপের পুরো আসরজুড়েই কথা হয়েছে যুক্তরাষ্ট্রের বিরূপ আবহাওয়া নিয়ে। যেখানে ফুটবলাররা রীতিমতো হাঁসফাঁস করেছেন। সেই প্রসঙ্গে এনরিকের অভিমত— ‘এই কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত হয়ে উঠছি। এটাই এই বিশ্বকাপের ধারা। তাই এই ম্যাচেও বরাবরের মতোই ব্যাপার হবে। অবশ্যই এটি খুব ভালো কিছু নয়, কারণ এই কন্ডিশনে খেলা খুব কঠিন। তবে তা দুই দলের জন্যই থাকবে।’

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে গতকাল রাতে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো’র জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে তৃতীয়বারের ফাইনাল নিশ্চিত করল মেন ইন ব্লু’রা। ফাইনালে তারা মোকাবিলা করবে রিয়াল ও পিএসজির ম্যাচে বিজয়ীদের সঙ্গে। আগামী রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।



ইউটি/এসএন




Share this news on:

সর্বশেষ

img
প্রাক্তন স্বামীকে 'দাদা' বলে সম্বোধন করলেন অভিনেত্রী! Jul 09, 2025
img
আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিল স্পেনের আদালত Jul 09, 2025
img
আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক : হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
img
অতীতের মতো আর ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হবে না: শিক্ষা উপদেষ্টা Jul 09, 2025
img
আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান Jul 09, 2025
img
ইসিকে আসন বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে আইনি দিক খতিয়ে দেখার নির্দেশ Jul 09, 2025
img
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত ইসির Jul 09, 2025
img
বাড়ছে মহুরী নদীর পানি, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি Jul 09, 2025
img
মোসাদ্দেককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ লিপুর Jul 09, 2025
img
শেখ হাসিনাকে হটিয়ে আমরা ভয় ভেঙে দিয়েছি: নাহিদ Jul 09, 2025
img
প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব Jul 09, 2025
img
আমি ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম অভিনেত্রী : স্মৃতি ইরানি Jul 09, 2025
img
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Jul 09, 2025
গোসল ফরজ অবস্থায় যে পাঁচটি কাজ করা নিষেধ Jul 09, 2025
জাতীয় দলে নেই, তবু ফুটবলের সঙ্গেই থাকছেন সানজিদা Jul 09, 2025
ফেসবুকে রহস্যময় বার্তা, কী বোঝাতে চাইলেন ফারিয়া? Jul 09, 2025
ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার| Jul 09, 2025
উসাইন বোল্টের গতিতে দৌড়ালো চীনা রোবট কুকুর Jul 09, 2025
পুশ-ইন’ কৌশলে আন্তর্জাতিক আইন ভেঙেও নির্বিকার ভারত Jul 09, 2025
দুপুরেই তারা ভাগছে,সন্ধ্যা পর্যন্ত আমরা লড়াই করেছি: এনসিপি নেতা Jul 09, 2025