দক্ষিণী বাণিজ্যিক ছবির জগতে যিনি ‘মাস এন্টারটেইনার’-এর রাজা হিসেবে পরিচিত, সেই বয়োপাটি শ্রীনু আবারও ফিরছেন নতুন ঝড় তুলতে। তবে এবার আলোচনায় শুধু তাঁর সিনেমা নয়, রয়েছে বিশাল পারিশ্রমিকের অঙ্কও। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী ছবি ‘অখণ্ড থান্ডবম’ বা ‘অখণ্ড ২’-এর জন্য তিনি নিচ্ছেন ৪০ কোটি রুপি। এ নিয়ে ইতিমধ্যেই টলিউডে শুরু হয়েছে জোর শোরগোল।
‘অখণ্ড’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর বয়োপাটি শ্রীনুর নামটাই হয়ে গেছে একপ্রকার ব্র্যান্ড। প্রযোজনা সূত্রে জানা যায়, সিক্যুয়েল নির্মিত হচ্ছে সেই সাফল্যের ভিতের উপর দাঁড়িয়ে, আর পরিচালক নিজেই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত সক্রিয়। চিত্রনাট্য, সংলাপ, লোকেশন নির্বাচন থেকে শুরু করে পুরো ভিশন—সবখানেই তাঁর নজরদারি। ফলে পারিশ্রমিকের অঙ্ক এতটা উঁচু হওয়া নিয়ে প্রযোজকরা প্রশ্ন তোলেননি।
‘অখণ্ড থান্ডবম’ ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর। প্রধান চরিত্রে থাকছেন নন্দামুরি বালাকৃষ্ণ, তাঁর সঙ্গে থাকবেন সাম্যুক্তা ও প্রজ্ঞা জৈসওয়াল। শক্তিশালী খলনায়কের চরিত্রে থাকছেন আদি পিনিসেট্টি। সংগীত পরিচালনা করছেন এস থামান। ছবিটি প্রযোজনা করছে ১৪ রিলস প্লাসের রাম ও গোপীচাঁদ আচন্তা।
এবারের ছবিতে শুধু বাণিজ্যিক বিনোদন নয়, থাকছে আধ্যাত্মিক রঙ, দারুণ অ্যাকশন ও বড় ক্যানভাসের ভিজ্যুয়াল গ্র্যান্ডিয়র। প্রযোজক ও টিমের আশা, এই সিক্যুয়েল আগের চেয়ে বড় ব্যবসা করবে। তবে ৪০ কোটি রুপি পারিশ্রমিক দিয়ে বয়োপাটি শ্রীনু কেবল নিজের নতুন রেকর্ডই গড়লেন না, টলিউডের পারিশ্রমিক সংস্কৃতিতেও এক নতুন মাইলফলক স্থাপন করলেন।
শেষ পর্যন্ত বক্স অফিসে এই মেগা বাজেট বাজি কতটা সাফল্য আনে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় স্পষ্ট—‘অখণ্ড’ ফ্র্যাঞ্চাইজির গর্জন থামছে না, বরং এবার আরও জোরে শোনা যাবে।
ইউটি/এসএন