যারা ১৭ বছরে দলের দুঃসময়ে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করেনি, তারাই বড় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শামসুর রহমান মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিগত কমিটির পদে আহ্বান করলেও অনেকে আসেনি। দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি করা হবে জানায় এই নেতা।
সদর উপজেলার বিএনপির আহবায়ক মো. আবু তাহের মুসল্লির সভাপতিত্বে আরও আলোচনা করেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. আমিনুল হক, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মো. আবু বকর সিদ্দিকসহ বিএনপি'র সদর উপজেলার নেতৃবৃন্দ।