মুরাদনগরে ভিডিও ছড়ানো শাহ পরান ৫ দিনের রিমাণ্ডে

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ধর্ষণ-পরবর্তী নগ্ন ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহ পরানের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক এই রিমাণ্ড মঞ্জুর করেন। শাহ পরান মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ধর্ষণের পর পরিকল্পিতভাবে নিপীড়ন করে নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানের ১০ দিন রিমাণ্ড চেয়ে গত ৬ জুলাই আদালতে আবেদন করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই আবেদনের শুনানি শেষে কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ জুলাই বিকেলে জেলার বুড়িচং উপজেলা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন মুরাদনগর থানা পুলিশের কাছে শাহ পরানকে হস্তান্তর করা হয়। এরপর গত ৫ জুলাই সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত ফজর আলী নামে এক যুবককে আটক করে পিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ২৭ জুন মুরাদনগর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী।

পরবর্তীতে ধর্ষণের দায়ে রাজধানী থেকে ফজর আলীকে এবং পর্নোগ্রাফি মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে বাহেরচর গ্রামের সুমন, রমজান আলী, মো. অনিক ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।

পর্নোগ্রাফি মামলায় মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তিন দিনের রিমাণ্ড শেষে মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিকসহ চার আসামিকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। এর আগে, গত শনিবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মুরাদনগর থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন পুলিশকে আদালতে স্বীকারোক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল। তবে আদালতে বিচারকের সামনে হাজির হওয়ার পর তারা স্বীকারোক্তি দেননি। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অপরদিকে, ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলী এখনও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পুলিশ গত ২৯ জুন ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীর শারীরিক অবস্থা এখনো তেমন উন্নতি হয়নি। তার অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিতে অন্তত দুই মাস সময় লাগতে পারে। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে তোলা হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাড়ছে মহুরী নদীর পানি, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি Jul 09, 2025
img
মোসাদ্দেককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ লিপুর Jul 09, 2025
img
শেখ হাসিনাকে হটিয়ে আমরা ভয় ভেঙে দিয়েছি: নাহিদ Jul 09, 2025
img
প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব Jul 09, 2025
img
আমি ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম অভিনেত্রী : স্মৃতি ইরানি Jul 09, 2025
img
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Jul 09, 2025
গোসল ফরজ অবস্থায় যে পাঁচটি কাজ করা নিষেধ Jul 09, 2025
জাতীয় দলে নেই, তবু ফুটবলের সঙ্গেই থাকছেন সানজিদা Jul 09, 2025
ফেসবুকে রহস্যময় বার্তা, কী বোঝাতে চাইলেন ফারিয়া? Jul 09, 2025
ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার| Jul 09, 2025
উসাইন বোল্টের গতিতে দৌড়ালো চীনা রোবট কুকুর Jul 09, 2025
পুশ-ইন’ কৌশলে আন্তর্জাতিক আইন ভেঙেও নির্বিকার ভারত Jul 09, 2025
দুপুরেই তারা ভাগছে,সন্ধ্যা পর্যন্ত আমরা লড়াই করেছি: এনসিপি নেতা Jul 09, 2025
img
সাবেক ১২ সচিবের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অনুসন্ধানে দুদক Jul 09, 2025
গত ১৬-১৭ বছরে হয়নি; এবার ঐতিহ্য ফিরে পাবে মাদরাসা শিক্ষা: ধর্ম উপদেষ্টা Jul 09, 2025
সড়কে খানাখন্দ: দুর্ভোগের শেষ কোথায়? Jul 09, 2025
"মাদ্রাসাকে সতিনের ছেলের মতন দেখা হয়েছে এতদিন" Jul 09, 2025
img
‘বিগ বস ১৯’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন সালমান Jul 09, 2025
img
গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা Jul 09, 2025
img
জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রেস উইং Jul 09, 2025