জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার বলেছেন, এটি শুধু পরিবেশ নয় অর্থনীতি ও সমাজের প্রতিটি খাতকে প্রভাবিত করছে। কৃষি, বনায়ন, নগরায়ণ, স্বাস্থ্য ও নিরাপত্তা সবকিছুই ঝুঁকির মুখে। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত "NDC 3.0 for COP30: Dialogue on Agriculture, Forestry & Urbanisation" শীর্ষক সংলাপে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মিলার। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও ইয়ুথ ফর এনডিসি।
রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সরাসরি ক্ষতিগ্রস্ত। কৃষি ও গ্রামীণ জীবিকা হুমকির মুখে। তাই উন্নয়ন পরিকল্পনায় পরিবেশবান্ধব কৌশল গ্রহণ জরুরি। তবে এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব নয়, এজন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন দেশের প্রযুক্তি, অভিজ্ঞতা ও উদ্ভাবন কাজে লাগিয়েই কার্যকর সমাধান বের করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ‘খুলনা অঞ্চলে প্রতিদিন ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের বাস্তবতার মুখোমুখি হতে হয়।’
তিনি আরও জানান, আগামী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস্ (এনডিসি) জলবায়ু-স্মার্ট কৃষি, টেকসই বনায়ন এবং সহনশীল নগরায়ণকে প্রাধান্য দেবে।
উপাচার্য উল্লেখ করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইতোমধ্যেই লবণসহনশীল ফসল, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং টেকসই শহর পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যা সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভাগাভাগি করা হচ্ছে।
ইউটি/টিএ