নতুন আঙ্গিকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের প্রথম আসর বসেছে যুক্তরাষ্ট্রে। আগামি বছর ফিফার ফুটবল বিশ্বকাপের আসরও বসবে দেশটিতে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বেশ ভালো। দিনে দিনে এই ঘনিষ্ঠতা বাড়ছে আরও। যার প্রেক্ষিতে এবার নিউইয়র্কে অফিস খুলছে ফিফা, তাও আবার ট্রাম্প টাওয়ারে!
ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার (৭ জুন) সন্ধ্যায় ক্লাব বিশ্বকাপের প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো। ফিফা সভাপতির এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী এরিক ট্রাম্প ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও।
ট্রাম্প টাওয়ারে অফিস খোলার ঘোষণায় ফিফার প্রেসিডেন্ট বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হতে আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে, তাই আমাদের নিউইয়র্কেও থাকতে হবে। সেটা শুধু এই বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপের জন্য নয়। ধন্যবাদ এরিক, ধন্যবাদ সবাইকে। প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ।’
২০২৪ সালে মায়ামিতে একটি অফিস খুলেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থার আইনি বিভাগ কাজ করছে মায়ামিতে। ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর বিশ্বকাপ আয়োজনে সেখানে কিছু জনবলও নিয়োগ করা হয়েছে। তবে নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে তা এখনও জানায়নি।
এই অনুষ্ঠানে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী এরিক ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর উদ্দেশে বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যারা কাজ করেন—তাদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে জানাতে চাই, আমরা আপনাদের ভালোবাসি। আমরা সম্মানিত।’
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। আগামী রোববার (১৩ জুলাই) ফাইনাল অনুষ্ঠিত হবে। ইনফান্তিনো ট্রাম্প টাওয়ারে অফিস খোলার ঘোষণা দেয়ার পরপরই ট্রাম্প বিশ্বকাপে ফাইনালে উপস্থিত থাকার ব্যাপারে সাংবাদিকদের নিশ্চিত করেন।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফার ১২১ বছরের ইতিহাসে জুরিখ ছাড়া আর কোথাও অফিস স্থাপনের প্রয়োজনীয়তা পড়েনিকিন্তু ইনফান্তিনো প্রেসিডেন্ট হয়ে আসার পর বিভিন্ন জায়গায় অফিস খুলেছেন। কানাডার টরেন্টো ও প্যারিসে ফিফার অফিস আছে। এর মধ্যে প্যারিসেরটা এখন বন্ধ হওয়ার পথে।
এমআর/এসএন