বিশ্ব টেস্ট র্যাংকিংয়ে এসেছে বড় রদবদল। ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার হ্যারি ব্রুক শীর্ষে উঠে এসেছেন। আর ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল গড়েছেন ইতিহাস। আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিং হালনাগাদে দেখা যাচ্ছে ব্যাটার, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় একাধিক চমকপ্রদ পরিবর্তন।
এডজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে হ্যারি ব্রুক উঠেছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের আসনে। এই র্যাংকিংয়ে তিনি পেছনে ফেলেছেন নিজের স্বদেশি কিংবদন্তি জো রুটকে। রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে।
এ ম্যাচেই নজর কেড়েছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।
দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি টেস্ট ইতিহাসে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এর ফলেই তিনি উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে।
শীর্ষ টেস্ট ব্যাটার র্যাংকিং :
১. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
২. জো রুট (ইংল্যান্ড)
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৪. ইয়াশস্বী জয়সওয়াল (ভারত)
৫. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
৬. শুবমান গিল (ভারত)
জেমি স্মিথ ও মুলডারের চমক
ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ এডজবাস্টন টেস্টে ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে এক লাফে উঠে এসেছেন ১০ম স্থানে। আগের অবস্থান ছিল ২৬তম।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রান করে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার উঠে এসেছেন ২২তম স্থানে। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও বড় সাফল্য তার—১২ ধাপ এগিয়ে এখন তিনি তৃতীয়। এই বিভাগে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
বোলিং র্যাংকিং
এডজবাসটন টেস্ট না খেললেও ভারতের জাশপ্রীত বুমরাহ বিশ্বসেরা টেস্ট বোলার হিসেবেই রয়েছেন। মোহাম্মদ সিরাজ ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।
ওডিআইতেও শ্রীলঙ্কার জয়জয়কার
ওয়ানডে র্যাংকিংয়েও উজ্জ্বল শ্রীলঙ্কা। অধিনায়ক চরিথ আসালাঙ্কা উঠে এসেছেন ষষ্ঠ স্থানে, আর কুশল মেন্ডিস দশম। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন বোলারদের তালিকায় অষ্টম স্থানে।
এমআর/এসএন