কিছুদিন আগেই নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে কলকাতার মধুমিতা সরকারের। এ নিয়ে সোশ্যালে চর্চাও হচ্ছে বেশ। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
একটি ফটোকার্ড শেয়ার করে অভিনেত্রী দীপা খন্দকার তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’
এরপরই অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন, কলকাতার নিজস্ব প্রোডকাশন হাউসগুলোতে যে তাদের নিজেদের শিল্পী রেখে জয়া আহসানকে কাস্ট করছে, তখন তো কেউ এটা নিয়ে বলেনি।
আবার কেউ মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে।’
দিনভর এসব চর্চায় এবার সেসব মন্তব্যের জবাব দিলেন দীপা খন্দকার। সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘জ্বি, আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের উন্নতি হোক। আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক।
আর্টিস্টদের লাভ হোক। শাকিব খানের সিনেমা মানেই বিশাল কিছু। সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব? যেখানে নারী লিড রোল এর সুযোগ খুব বেশি থাকে না। যাও দুয়েকটা থাকে তা যদি অন্য দেশের আর্টিস্টদের দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কী থাকল? অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত। চিন্তা ভাবনা বদলাতে হবে।
গল্প নির্ভর সিনেমা বানাতে হবে।’
প্রসঙ্গত, শাকিব খানকে নিয়ে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম পরিবর্তন হবে বলে শোনা গেছে। এখনো সিনেমাটিতে শাকিবের নায়িকা কে থাকছেন, তা চূড়ান্ত হয়নি।
টিকে/