সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মানে শুধু এক তারকার ঝরে যাওয়া নয়— গোটা বলিউড ও ভক্তমহলের হৃদয়ে গভীর এক ক্ষত। ২০২০ সালের ১৪ জুন, মুম্বইয়ের বান্দ্রার যে ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেই বাড়িটি নিয়েই এবার নতুন করে চর্চায় এলেন অভিনেত্রী অদা শর্মা।
‘দ্য কেরালা স্টোরি’ ও ‘১৯২০: ইভিল রিটার্নস’-এর অভিনেত্রী অদা সেই বাড়িটি ভাড়া নিয়েছেন— এই খবর সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে একে সম্মানের অভাব বলেও কটাক্ষ করতে শুরু করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়েই মুখ খুলেছেন অদা শর্মা।
অদা জানান, তিনি ভেবেছিলেন, এমন একটি বাড়িতে তিনি থাকতে যাচ্ছেন— এই খবর শুনে সকলেই খুশি হবেন। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে তাঁকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বলে জানান তিনি।
তাঁর কথায়, “আমি মহাদেবের ভক্ত। আমার বিশ্বাস, মহাদেব যেখানে রাখেন, সেখানেই আমি থাকি। আমি তো শুনেছিলাম মানুষ খুশি, কিন্তু পরবর্তীতে দেখি অনেকে সমালোচনা করছেন। আসলে কিছু লোক সমাজমাধ্যমে দৃষ্টি আকর্ষণের জন্য এমনটা করেন।”
তবে এই সমালোচনায় কান দিতে নারাজ অদা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাড়িটি তিনি কিনছেন না, ভাড়া নিচ্ছেন। সেই প্রসঙ্গে বলেন, “আমি তো অনেক সময় ভাড়া করা পোশাক পরি। আমরা যখন বাইরে যাই, ভাড়া করা গাড়িতেই ঘুরি। এমনকি সিনেমায় এমন চরিত্রও করি, যেটার সঙ্গে আমার কোনও মিল নেই। তা হলে শুধু ভাড়া বলেই বাড়ি নিয়ে আপত্তি কেন?”
অদা শর্মার এই মন্তব্য একদিকে যেমন প্রশ্ন তোলে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে, অন্যদিকে তা আবার সাহসী ও ব্যক্তিত্বসম্পন্ন অভিনেত্রীর স্পষ্ট অবস্থানও তুলে ধরে।
সুশান্তের স্মৃতিবাহী বাড়িতে থাকা মানে শুধুই এক আশ্রয় নয়— সেটা হয়ে উঠেছে এক আবেগের কেন্দ্রবিন্দু। আর সেই আবেগের ভার নিয়েই সেখানে প্রবেশ করছেন অদা শর্মা— এটাই এখন বলিউডপাড়ার নতুন বিতর্ক ও কৌতূহলের কেন্দ্র।
এসএন