আর্জেন্টিনার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিল মেসির মায়ামি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) আবহে ব্যাপক বদল এসেছে। হু হু করে বেড়েছে দলটির সমর্থক, সামাজিক মাধ্যমের অনুসারী এবং জার্সি ও টিকিট বিক্রির সংখ্যাও। মেসির কল্যাণে মায়ামি ইতোমধ্যে একাধিক টাইটেলও জিতেছে। তবে তাদের স্বপ্ন এখানেই সীমাবদ্ধ থাকছে না। সেলক্ষ্যে আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে পেতে চায় ডেভিড বেকহ্যামের ক্লাব।

আলবিসেলেস্তে মিডফিল্ডার রদ্রিগো ডি পল ইন্টার মায়ামির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। যদিও এই তারকার সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। সতীর্থ মেসির ক্লাবের পক্ষ থেকে আসা এই প্রস্তাব নিয়ে ডি পল শিগগিরই মায়ামিকে প্রতিক্রিয়া জানাতে পারেন।

টিওয়াইসি’র তথ্যমতে, ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার যদি এই প্রস্তাবে সম্মতি দেন, তবেই দর-কষাকষিতে যাবে ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো। সেই অপেক্ষায় আছে এমএলএসের ক্লাবটি, লা গারজাসরা এখনই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে কথাবার্তা শুরু করেনি। এর আগে ২০২১ সালের জুলাইতে অ্যাতলেটিকোয় যোগ দেন ডি পল। এখন পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ১৮৭ ম্যাচ খেলেছেন, ১৪ গোল করেছেন এই মাঝমাঠের তারকা।

এর আগে রদ্রিগো ডি পল স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে ৪৪ ম্যাচ খেলে স্বদেশি রেসিং ক্লাব ও ইতালির উদিনেসে (১৮৪) ক্লাব হয়ে আবারও নতুন স্প্যানিশ ঠিকানায় আসেন। লিওনেল স্কালোনি কোচ হওয়ার পর থেকে আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত সদস্য ডি পল। তিনি নিজেও মাঝমাঠের পারফরম্যান্সে ভরসা হয়ে উঠেছেন এই বিশ্বকাপজয়ী কোচের। জাতীয় তার এক সময়কার সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো বর্তমানে মায়ামির কোচ, ফলে ক্লাবটি থেকে প্রস্তাবনার পেছনে মাশ্চেরানো-মেসি উভয়েরই ভূমিকা থাকতে পারে।

মেসি ছাড়াও মায়ামিতে আর্জেন্টিনার আরও বেশ কয়েকজন ফুটবলার খেলছেন। বর্তমানে ক্লাবটির প্রধান গোলরক্ষক ওস্কার উস্তারি, যিনি সর্বশেষ ক্লাব বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। এ ছাড়া কোচ মাশ্চেরানো-মেসি ছাড়াও আলবিসেলেস্তেদের মধ্যে মেন ইন পিংকদের স্কোয়াডে আছেন মার্সেলো উইগান্ডট, টমাস অ্যাভিলেস, গঞ্জালো লুজান, বাল্তাসার রদ্রিগেজ, তাদেও অ্যালেন্দে, রোকো রিওস ও ফেদেরিকো রেদোন্দো।

প্রসঙ্গত, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল মেসি-সুয়ারেজদের মায়ামি। ইতিহাস গড়ে তারা শেষ ষোলোতেও উঠেছিল। তবে সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে। সেই ম্যাচে অবশ্য ফরাসি জায়ান্টরা মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার Jul 08, 2025
img
বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব Jul 08, 2025
img
গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ Jul 08, 2025
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিন : মুরাদ Jul 08, 2025
img
আবার জুটিতে ত্রিশা–ভেঙ্কটেশ! আসছে ত্রিভিক্রমের নতুন ফ্যামিলি ড্রামা Jul 08, 2025
img
যুক্তরাষ্ট্র আমাদের ভালো বন্ধু, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে : প্রেসসচিব Jul 08, 2025
img
ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান Jul 08, 2025
img
চিরঞ্জিতের দুর্দান্ত রূপান্তর: ধর্মেন্দ্র হয়ে জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার Jul 08, 2025
img
'দ্য গার্লফ্রেন্ড' ছবির শ্যুটিংয়ে ক্যাম্পাসে ফিরে আবেগঘন রাশমিকা Jul 08, 2025
img
ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি : নাহিদ ইসলাম Jul 08, 2025
img
চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত Jul 08, 2025
img
শুবমান গিলকে থামাতে সেরা অস্ত্র হতে পারেন আর্চার : ব্রড Jul 08, 2025
img
সাবেক সচিব, বিচারক ও নির্বাচন কমিশনারসহ ১২ জন সরকারি কর্মকর্তার ফ্ল্যাট বরাদ্দ বাতিল Jul 08, 2025
img
শুধু টাকার জন্য তো ক্রিকেটটা কেউ খেলে না: রনি Jul 08, 2025
img
বাবার তবলায় মায়ের গান, আমার জীবনের শ্রেষ্ঠ শিল্পী মা: জয়া Jul 08, 2025
আ.লীগ ছাড়া অন্য দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি Jul 08, 2025
ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা Jul 08, 2025
img
রণবীর, ইয়াশ ও সাই পল্লবীর ওপর আরোপ করা হয়েছে মিডিয়া ব্যান Jul 08, 2025
২০১৮'র নির্বাচনকে বৈধতা দিল বিএনপি: ফয়জুল করীম Jul 08, 2025
img
এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা Jul 08, 2025