দেশের প্রতিটা সেক্টরে চরম অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। তিনি বলেছেন, অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতি, কোনো জায়গায় স্থিরতা নেই। প্রত্যেকটা জায়গায় অস্থিরতা চরম পর্যায়ে চলছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, জাতীয় পার্টিতে চরম অস্থিরতা বিরাজ করছে। আমার কেন জানি মনে হয়, সরকারের একটা ইন্ধন আছে। সরকারের ইন্ধন এ জন্য আছে, যে কারণে আওয়ামী লীগের এত এত ভরাডুবি, এত জঘন্য অবস্থা, পালিয়ে যেতে হলো।
অথচ জাতীয় পার্টি দিব্যি আছে, বহাল তবিয়তে আছে। এটা জাতীয় পার্টির জন্য সাপে বর।
তিনি বলেন, জাতীয় পার্টি আন্দোলন করছে। নিজেদের মধ্যে কোন্দল করছে। তারা আবার কমিটি ভাঙছে।
কমিটি করছে। এখানে সরকারের কোনো রকম তাকানো নেই। সরকার যদি ভালোও চায় এই দলটার তবুও তাকাতে পারতো। একটা আইনের জায়গায় এলে দলটা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যেত। হ্যাঁ। কিছু শাস্তি হতো।
নিলুফার চৌধুরী বলেন, দল যত মজবুত থাকবে, গণতন্ত্র তত মজবুত হবে। বিএনপি ও আওয়ামী লীগ জনপ্রিয়তার ক্ষেত্রে কাছাকাছি। জাতীয় পার্টি অনেক নিচে ছিল। সেটাতে আরো তলানিতে গিয়েছে। জামায়াতে ইসলামী একটা লেভেলে গিয়েই দাঁড়িয়েছিল।
সেটা কিন্তু ওই পর্যায়ে আছে। আমরা কী চাই? এখন যদি ইলেকশন হয়, বিএনপি প্রচণ্ড শক্তিশালী হিসেবে ভোটে পাশ করবে। সেই পাশ করলে কী হবে? বিএনপির একটা সুন্দর ছায়া সরকার থাকবে না।
এমআর/এসএন