বিশ্বকাপের আগেই আর্জেন্টিনার জার্সি ফাঁস!

প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। তবে অনেক আগেভাগেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁসের কথা জানিয়েছে ক্রীড়াভিত্তিক পোশাকের বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল ‘দ্য অপালিক’। আর এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। 

প্রকাশিত জার্সিতে আর্জেন্টিনার চিরাচরিত নকশায় কিছুটা পার্থক্য দেখা গেছে। যেখানে আকাশি-সাদার মিশ্রণ তো থাকছেই, একইসঙ্গে আকাশি রঙের মাঝে গাঢ় ও হালকা একাধিক প্রলেপ রয়েছে। যার শেষটা হয়েছে গাঢ় নীল দিয়ে। জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বি স্ট্রাইপে তিন রকম নীলের কেন্দ্রে থাকছে আকাশি রং। বাইরের অংশটা সাদা। যাকে কেন্দ্র করে দু’দিকে গাঢ় থেকে আরও গাঢ় স্তর মিলিয়ে ভিন্ন এক নকশা তৈরি করেছে। 

এভাবে তিন রকম নীলের এই স্ট্রাইপ আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়কে ফুটিয়ে তোলার পাশাপাশি একেবারে নতুন ও আধুনিক নকশার স্বাদ দেওয়ার কথাও আলোচনায় এসেছে। অপরদিকে, ডার্ক ব্লু রঙের ‘ভি’ আকৃতির গলা এবং সেটি একইভাবে পুনরাবৃত্তি করা হয়েছে জার্সির হাতায়। সাম্প্রতিক সময়ে জার্সিতে থাকা কালো তিনটি স্ট্রাইপ থাকছে নতুন নকশাকৃত কিটের কাঁধের অংশে।



জার্সির ছবি ফাঁসকারী প্রতিষ্ঠান অপালিকের তথ্যমতে— সাদা ও আকাশি নীলের সঙ্গে এবার আধিক্য বাড়ছে নেভি ব্লু’র। জার্সির বুকের অংশে ডানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান অ্যাডিডাসের লোগো, মাঝে ফিফা ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো এবং বামে এএফএ’র তিন তারকাখচিত শিল্ড। তিনটি লোগোই আবার সোনালী রঙের। এ ছাড়া জার্সির সঙ্গে মিলিয়ে নেভি ব্লু শর্ট ও লম্বা মোজা পরবেন ফুটবলাররা।

প্রসঙ্গত, ২০২৬ সালের জুনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা হবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলের অংশগ্রহণ। ফুটবলের অভিজাত এই আসরে খেলবে ৪৮টি দল। ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অংশ নিয়ে আসছিল ৩২টি দেশ। যাকে ফিফা আগামী বিশ্বকাপ থেকে আরও বর্ধিত আকারে রূপ দিচ্ছে। লাতিন অঞ্চল থেকে এবার সবার আগে টুর্নামেন্টের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর আজ জায়গা নিশ্চিত করল ব্রাজিল ও ইকুয়েডর।

এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এর বাইরে ২০২৬ বিশ্বকাপে উঠেছে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলবে স্বাগতিক হিসেবে। এখন পর্যন্ত সবমিলিয়ে জায়গা নিশ্চিত করেছে ১০টি দেশ। এর আগে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটায় স্কালোনি-মেসির আর্জেন্টিনা।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ উইল নেভার কামব্যাক : হাসনাত আব্দুল্লাহ Jul 09, 2025
img
অতীতের মতো আর ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হবে না: শিক্ষা উপদেষ্টা Jul 09, 2025
img
আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান Jul 09, 2025
img
ইসিকে আসন বাতিলের ক্ষমতা ফিরিয়ে দিতে আইনি দিক খতিয়ে দেখার নির্দেশ Jul 09, 2025
img
নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত ইসির Jul 09, 2025
img
বাড়ছে মহুরী নদীর পানি, ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি Jul 09, 2025
img
মোসাদ্দেককে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ লিপুর Jul 09, 2025
img
শেখ হাসিনাকে হটিয়ে আমরা ভয় ভেঙে দিয়েছি: নাহিদ Jul 09, 2025
img
প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে: প্রেস সচিব Jul 09, 2025
img
আমি ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম অভিনেত্রী : স্মৃতি ইরানি Jul 09, 2025
img
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Jul 09, 2025
গোসল ফরজ অবস্থায় যে পাঁচটি কাজ করা নিষেধ Jul 09, 2025
জাতীয় দলে নেই, তবু ফুটবলের সঙ্গেই থাকছেন সানজিদা Jul 09, 2025
ফেসবুকে রহস্যময় বার্তা, কী বোঝাতে চাইলেন ফারিয়া? Jul 09, 2025
ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার| Jul 09, 2025
উসাইন বোল্টের গতিতে দৌড়ালো চীনা রোবট কুকুর Jul 09, 2025
পুশ-ইন’ কৌশলে আন্তর্জাতিক আইন ভেঙেও নির্বিকার ভারত Jul 09, 2025
দুপুরেই তারা ভাগছে,সন্ধ্যা পর্যন্ত আমরা লড়াই করেছি: এনসিপি নেতা Jul 09, 2025
img
সাবেক ১২ সচিবের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অনুসন্ধানে দুদক Jul 09, 2025
গত ১৬-১৭ বছরে হয়নি; এবার ঐতিহ্য ফিরে পাবে মাদরাসা শিক্ষা: ধর্ম উপদেষ্টা Jul 09, 2025