দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা আবারও বড় পর্দায় ফিরছেন এক ভিন্ন চরিত্রে। এবার তিনি নামছেন গুপ্তচরবৃত্তি, চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর হৃদয়ছোঁয়া অ্যাকশনের এক নতুন জগতে। পরিচালক গৌতম তিন্নানুরির আসন্ন স্পাই থ্রিলার ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ৩১ জুলাই। ইতিমধ্যেই সিনেমার প্রোমো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
'জার্সি' খ্যাত পরিচালক গৌতম তিন্নানুরি যেভাবে আবেগকে গল্পের কেন্দ্রে রাখতে জানেন, সেভাবেই 'কিংডম'-এও তিনি এক শক্তিশালী কাহিনি তুলে ধরেছেন। প্রোমোতে দেখা গেছে বিজয় দেবরাকোন্ডাকে এক দুর্ধর্ষ এবং গভীর চরিত্রে, তার স্ক্রিন উপস্থিতি যেন আগুন ঝরাচ্ছে। অ্যাকশনের দৃশ্যগুলো যতটা চমকপ্রদ, ততটাই হৃদয়বিদারক আবেগে পরিপূর্ণ।
সিনেমাটিতে বিজয়ের বিপরীতে রয়েছেন ভাগ্যশ্রী বরসে, যাঁর চরিত্র এখনো রহস্যে মোড়ানো। পাশাপাশি সত্য দেব-এর অভিনয়েও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
'কিংডম'-এর নির্মাণে যারা আছেন, তারা সবাই দক্ষতার শিখরে থাকা কলাকুশলী। সঙ্গীতে আছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, যার তৈরি পটভূমি সুর সিনেমার প্রতিটি দৃশ্যকে প্রাণবন্ত করে তুলেছে। সিনেমাটোগ্রাফিতে জোমন টি জন এবং গিরীশ গঙ্গাধরণ-এর কাজ দর্শকের চোখে এক ভিজ্যুয়াল স্পেকটাকেলের অভিজ্ঞতা এনে দেবে বলে মনে করা হচ্ছে।
সম্পাদনার দায়িত্বে আছেন নবীন নুলি এবং শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন অভিনাশ কোল্লা।
‘কিংডম’ কেবল একটি অ্যাকশন ছবি নয়, বরং এর গভীরে আছে এক জটিল আবেগময় কাহিনি, যা দেশপ্রেম, দ্বন্দ্ব ও আত্মত্যাগের নানা স্তরকে একত্র করেছে। যুদ্ধ এবং গুপ্তচরবৃত্তির দৃশ্যগুলো বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে অত্যন্ত কারিগরি মুন্সিয়ানায়।
সিনেমাটি প্রযোজনা করেছে সিথারা এন্টারটেইনমেন্টস ও ফর্চুন ফোর সিনেমাজ, এবং উপস্থাপনায় রয়েছে শ্রীকারা স্টুডিওস। এটি বিজয় দেবরাকোন্ডার ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল ও উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে ধরা হচ্ছে।
প্রেম, বিশ্বাসঘাতকতা আর গোপন মিশনে মোড়ানো এই থ্রিলারটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এক নতুন ধারা তৈরি করতে পারে বলে ধারণা করছে চলচ্চিত্র বিশ্লেষকরা। বিজয় ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক দারুণ অপেক্ষার প্রহর।
এমআর/এসএন