অনেকদিন ধরেই সিনেমা নিয়ে আলোচনায় নেই চিত্রনায়িকা খাদিজা বর্ষা। কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন একজন ইনফ্লুয়েন্সারের বিষয়ে। ওই ইনফ্লুয়েন্সার অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছিলেন। আর এতেই বর্ষা রেগে যান।
যদিও তিনি সেসময় রেগে যাওয়ার বিষয়টিকে ঠিক নয় বলে মন্তব্য করেন।
তবে সিনেমায় না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সপ্রতিভ অনন্ত জলিলের স্ত্রী। নিয়মিত হালনাগাদ দেন। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন।
নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে বর্ষা ডিম দিয়ে ভাত খাচ্ছেন।
তবে ছবি যে শুধুই ছবি নয়, সেটা বোঝা গেল ক্যাপশন থেকে।
বর্ষা ডায়েট করেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা পুরোপুরি করতে না পেরেই এই খাবার আয়োজন। বর্ষা ক্যাপশনে লিখেছেন, ‘সারাদিন ডায়েট করে এখন ভাত খাওয়া, আমি আর পারবো না ওজন কমাতে।’
সম্প্রতি অনন্ত জলিল ও বর্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে অনন্তকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত।
বিষয়টি ভালোভাবে না নিয়ে অভিমান করে বেরিয়ে যাচ্ছেন তার স্ত্রী। ভিডিওতে দাবি করা হয়, অন্য তরুণী অনন্ত জলিলকে কেক খাইয়ে দিয়েছেন বলে অভিমান করে সেখান থেকে চলে গেছেন বর্ষা।
তবে এসব মান অভিমান স্বাভাবিক হয়ে গেছে। কেননা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বর্ষা ও অনন্তর একাধিক সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন উভয়ে।
এসএন