বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যকার ‘স্পিরিট’ ছবির বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু। দীপিকার আট ঘণ্টার কাজের সময়সীমা নিয়ে বলিউডে যখন পক্ষে-বিপক্ষে নানা মত, তখন দীপিকাকে সমর্থন করে কথা বললেন অনুরাগ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে দীপিকার কাজ করার কথা থাকলেও পরে তিনি সরে আসেন। অভিযোগ ওঠে, অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার পাশাপাশি দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি ছিলেন না।
পরিচালক এটি মানতে নারাজ হওয়ায় শেষ পর্যন্ত দীপিকা ছবিটি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনা নিয়ে বলিউডের অনেক তারকা তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ বলেছেন কাজের প্রয়োজনে বাড়তি সময় দিতেই হয়, আবার অনেকেই দীপিকার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
এই প্রসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির পরিচালক অনুরাগ বসু বলেন, ‘আমি নিজেই দীর্ঘ সময় ধরে কাজ করা পছন্দ করি না, তাই আমার ক্ষেত্রে এই অভিযোগ কাজ করে না। আমার সঙ্গে যারা কাজ করেন, সেই অভিনেতা-অভিনেত্রীরা আমার সঙ্গে কাজ করে কোনো চাপ অনুভব করেন না। আমাদের সকলকে নিয়েই কাজ করতে হয়, তাই সবার কথাই চিন্তা করতে হয়।’
তার কথায়, ‘আমি চাই আমার অভিনেতারা সবসময় হাসিখুশি থাকুক। মানসিক চাপ থাকলে চরিত্র ছবির পর্দায় ঠিকভাবে ফুটে উঠবে না। আমি শুটিং শুরু হওয়ার আগে খুব বেশি তথ্য দিই না কাউকে, তারা কাজ করতে এসেই সেই চরিত্রটিকে আবিষ্কার করেন। বহু বছর ধরে এই পদ্ধতি অনুসরণ করে আসছি আমি।’
এসএন