একদিকে প্রভাস, অন্যদিকে হরর আর কমেডির জমজমাট মিশেল, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য রাজা সাব’। কিন্তু ছবির চিত্রনাট্য বা ভিএফএক্স নয়, এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে একটি সম্ভাব্য বিশেষ গানের গুঞ্জন, যেখানে দেখা যেতে পারে তামান্না ভাটিয়াকে।
বলিউডের একাধিক বাণিজ্যিক সূত্র বলছে, এই সিনেমার জন্য পরিকল্পনা করা হয়েছে একটি বড় বাজেটের, চোখধাঁধানো, উচ্চ এনার্জির একটি ডান্স নাম্বার, যেটি কেবল প্রোমোশনের জন্য নয়, সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবেও ব্যবহৃত হবে। আর এই গানেই থাকবেন তামান্না? সব পক্ষ এখনো মুখে কুলুপ এঁটেছেন, তবে আলোচনা গোপন থাকেনি।
তামান্নার আগের কাজগুলোর দিকে তাকালেই স্পষ্ট হয় কেন তিনি এই ধরণের গানের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ। 'জেলর'-এর 'কাভালা', ‘স্ট্রি ২’-এর প্রমোশনাল ট্র্যাক বা 'রেইড ২’-এর গানে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তাঁর নাচ শুধু ভিজ্যুয়ালই নয়, ইন্টারনেট-জয়ীও। ‘আজ কি রাত’ গানটির পর থেকেই তামান্না আবারও পরিণত হয়েছেন নতুন প্রজন্মের ডান্স ডিভা হিসেবে।
সূত্রের খবর, যদি তামান্নার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়, তাহলে গানটির শুটিং হবে তিন থেকে চার দিন ধরে। এতে থাকবে স্টানিং কোরিওগ্রাফি, হাই এনার্জি বিট, আর চোখ ধাঁধানো সেট ডিজাইন। নির্মাতারা চাইছেন এই গান হোক সিনেমার একটি হাইলাইট মুহূর্ত — যে গান সিনেমা মুক্তির আগেই মানুষের মুখে মুখে ঘুরবে।
তবে এ গানকে কোনও ভাবেই ‘আইটেম সং’ বলা যাচ্ছে না। বরং এখনকার সিনেমার ধারা অনুযায়ী, এই ধরনের বিশেষ গান হয়ে উঠেছে সিনেমার ইউএসপি — যেখানে নারীকেন্দ্রিক পারফরম্যান্সই হয় হাইপ তৈরির সবচেয়ে বড় অস্ত্র।
এই মুহূর্তে প্রভাস নিজে ব্যস্ত ছবির অন্য অংশের কাজ নিয়ে। আর তামান্নার শেষ কয়েকটি পারফরম্যান্স দেখে নির্মাতারা ধরে নিয়েছেন, গ্ল্যামারের বাইরেও তাঁর রয়েছে অভাবনীয় পরিশ্রম ও মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা।
তাই এখন প্রশ্ন শুধু একটাই, তামান্না সই করছেন তো? উত্তর মিললেই ‘দ্য রাজা সাব’ হয়ে উঠবে আরও আলোচিত, আরও আকর্ষণীয়।
এসএন