ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ আগামী ১২ আগস্ট। সেই ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজন করবে দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক ক্লাবটি। বাফুফে আবাহনীর ভেন্যুর বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করেছে।
আবাহনীর ম্যানেজার ও বাফুফে নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘আবাহনী ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে ঢাকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন আবাহনীর আবেদন মঞ্জুর করেছে এবং ইতোমধ্যে এএফসিকেও জানিয়েছে। ১২ আগস্ট বিকেল পাঁচটায় ম্যাচের সময়ও নির্ধারণ হয়েছে।’
ঢাকা আবাহনী এএফসি লাইসেন্সে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে দেখিয়েছিল। জাতীয় স্টেডিয়াম সংস্কার শেষে খেলা উপযোগী হওয়ায় আবাহনী ঢাকায় ম্যাচ আয়োজন করতে চায়। নভেম্বরে ভারত ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামের মাঠের পুনরায় বড় সংস্কার হবে। সেই বিবেচনায় বাফুফে আগস্টে আবাহনীকে এএফসি চ্যালেঞ্জ লিগে একটি হোম ম্যাচ আয়োজনের সুযোগ দিয়েছে। জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর দেশি ক্লাবগুলোর মধ্যে আবাহনীই প্রথম খেলবে। ২০২১ সালের লিগের পর আর কোনো ঘরোয়া ফুটবল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি।
এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা মোহামেডানের খেলার কথা ছিল। ঢাকা মোহামেডানের এএফসি লাইসেন্স না থাকায় রানার্সআপ আবাহনী এএফসি আসরে খেলার সুযোগ পায়। অন্য দেশের ক্লাবও নিদিষ্ট শর্ত পূরণ করতে না পারায় বাংলাদেশ লিগের তৃতীয় হওয়া বসুন্ধরা কিংসও চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাচ্ছে।