দক্ষিণ ভারতের চলচ্চিত্রে এখন নতুন আলোচিত নাম প্রদীপ রঙ্গনাথন। ‘Love Today’ আর ‘Dragon’-এর পর তাঁর পরবর্তী ছবি ‘Dude’ মুক্তির আগেই পৌঁছে গেল লাভের ঘরে। সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই নেটফ্লিক্স কিনে নিয়েছে ছবির ডিজিটাল রাইটস। দাম ২৫ কোটি টাকা। আর ঠিক এই ২৫ কোটিই ছিল ছবির পুরো বাজেট।
অর্থাৎ, প্রযোজকদের বিনিয়োগ পুরোপুরি উঠে গেছে মুক্তির আগেই। এখন থিয়েটার, স্যাটেলাইট কিংবা মিউজিক রাইটস, সব কিছু থেকেই শুধুই লাভের অঙ্ক জমবে নির্মাতাদের ঘরে।
‘Dude’ সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন প্রদীপ নিজেই। বিপরীতে অভিনয় করছেন মালয়ালম চলচ্চিত্রের উদীয়মান মুখ মামিথা বাজু। ছবিটি পরিচালনা করছেন কীর্তিশ্বরন এবং প্রযোজনা করছে দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী প্রযোজনা সংস্থা মিথ্রী মুভি মেকার্স।
এই ছবির বিশেষত্ব শুধু অভিনেতা বা নির্মাতা নন, গল্পটিও লিখেছেন প্রদীপ নিজে। আধুনিক সম্পর্ক, আত্মবিশ্বাস আর আবেগ— সব মিলিয়ে গল্পটি তরুণ প্রজন্মের সঙ্গে সহজেই মিশে যেতে পারবে বলে মনে করা হচ্ছে।
‘Dude’ মুক্তি পাবে অক্টোবর ২০২৫-এ। এর আগে সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে যাচ্ছে প্রদীপের আরেক ছবি ‘Love Insurance Kompany’। এটি পরিচালনা করছেন ভিগনেশ শিবান।
প্রদীপ রঙ্গনাথনের ছবি মানেই এখন হাইপ আর মুনাফার গ্যারান্টি। যখন বলিউড বা দক্ষিণী সিনেমাগুলো মুক্তির পরও বাজেট তুলতে হিমশিম খায়, তখন প্রদীপ তাঁর নতুন ছবি দিয়ে বাজেট তুলে এনেছেন আগেভাগেই। এটা স্পষ্ট করে দিচ্ছে, দক্ষতা, নতুন ভাবনা আর পরিকল্পনা থাকলে, সিনেমা শুধু শিল্প নয়, লাভজনক ব্যবসাও হতে পারে।
এসএন