বছরের প্রথম ছয় মাসে বড়সড় সাফল্য না পেলেও, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে টলিউড (তেলুগু চলচ্চিত্র শিল্প) ফিরছে এক্সট্রা-লার্জ আকারে। একের পর এক হেভিওয়েট তারকার বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায়। চিরঞ্জীবী, প্রভাস, জুনিয়র এনটিআর, পবন কল্যাণ থেকে শুরু করে রজনীকান্ত, বিজয় দেবরাকোন্ডা পর্যন্ত, তেলুগু সিনেমার ক্যালেন্ডার এখন এক বিশাল উৎসবের মঞ্চ।
আগস্ট থেকে ডিসেম্বর, প্রতিমাসে একাধিক বড় রিলিজ। একদিকে যেমন থাকছে জনপ্রিয় তারকার কামব্যাক, অন্যদিকে নতুন জঁর ও বিষয়বস্তুর পরীক্ষানিরীক্ষাও দেখা যাবে। ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রবল উত্তেজনা।
আগস্ট মাসে দর্শকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে ‘কুলি’ ও ‘ওয়ার ২’। রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তি পাবে ১৪ আগস্ট, পরিচালনায় রয়েছেন লোকেশ কানাগারাজ। একই দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’, যেখানে ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআর একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এটি এনটিআর-এর বলিউড অভিষেক এবং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায়।
আগের মাস অর্থাৎ জুলাইয়ে, ৩১ তারিখে আসছে বিজয় দেবরাকোন্ডা অভিনীত ‘কিংডম’। এটি একটি স্পাই থ্রিলার, যেখানে দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা ও চক্রান্ত একসাথে জড়িয়ে থাকবে।
আগস্টের ২৭ তারিখে মুক্তি পাবে রবি তেজা অভিনীত ‘মাস জাতারা’। এটি একটি টিপিক্যাল মাস এন্টারটেইনার, যা ভক্তদের মন ভরাতে সক্ষম হবে বলেই ধারণা।
সেপ্টেম্বরে দর্শকরা দেখতে পাবেন দুটি হেভিওয়েট রিলিজ, চিরঞ্জীবী-র ‘বিশ্বম্বরা’ এবং বলায়া (বালাকৃষ্ণা)-র ‘অখণ্ড ২’। একটি সমাজসচেতন বার্তা-ভিত্তিক অ্যাকশন ছবি, আর অন্যটি পুরোদস্তুর মাস লেভেলের সিক্যুয়েল, দুই ধারার লড়াই হবে এক মাসে।
ডিসেম্বরের ৫ তারিখ মুক্তি পাচ্ছে প্রভাস-এর ‘দ্য রাজা সাব’। এটি একটি হরর-কমেডি, যার মাধ্যমে প্রভাস নতুন ঘরানার ছবিতে পা রাখছেন। পরিচালনায় রয়েছেন মারুতি।
একইসঙ্গে পবন কল্যাণ দুইটি ছবিতে ধরা দেবেন, ঐতিহাসিক অ্যাকশন অ্যাডভেঞ্চার ‘হরি হরা বীর মাল্লু’ (মুক্তি: ২৪ জুলাই) এবং সেপ্টেম্বর মাসে আসছে ‘ওজি’, একটি গ্যাংস্টারধর্মী পূর্ণ অ্যাকশন ফিল্ম।
এছাড়াও থাকছে বিষয়বস্তু-নির্ভর একাধিক ছবি, তেজা সাজ্জা-র ‘মিরাই’, আদিভি শেশ-এর ‘ডাকয়িত’, সাই ধরম তেজ-এর ‘সাম্বারালা ইয়েটি গাট্টু’, সিদ্ধু জন্নালাগাড্ডা-র ‘তেলুসু কাদা’, কিরণ আববাভারাম-এর ‘কে র্যাম্প’ এবং আখিল-এর রাজনৈতিক থ্রিলার ‘লেনিন’। নিখিল অভিনীত ‘স্বয়ম্ভু’ও আসছে ঐতিহাসিক ফ্যান্টাসি হিসেবে।
ডাবিং ছবি থেকেও জমজমাট থাকবে বাজার। শিবকার্তিকেয়ন-এর ‘মাধারাসি’ (মুক্তি: ৫ সেপ্টেম্বর), কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার – ১ (২ অক্টোবর), সুরিয়া-র ‘করুপ্পু’ এবং কার্থি-র ‘সর্দার ২’ মুক্তি পাবে অক্টোবরে। এই তামিল ছবিগুলো তেলুগু ভাষায় উপস্থাপিত হলেও দর্শকদের কাছে নতুন উত্তেজনা তৈরি করছে।
২০২৫ সালের দ্বিতীয়ার্ধে টলিউড কার্যত প্যান-ভারতীয় এক প্রেক্ষাপট নিয়ে হাজির হচ্ছে, যেখানে থাকবে তারকা-নির্ভর বড় বাজেটের ছবি, পাশাপাশি বিষয়বস্তু-নির্ভর ছোট পরিসরের রত্ন। এই বৈচিত্র্যই সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে চলেছে বিনোদনের শ্রেষ্ঠ উৎসব।
এমআর/এসএন