ঊনিশ বছর আগে মুক্তি পাওয়া ফারহান আখতারের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সিনেমাটি দর্শক মহলে তুমুল সাড়া ফেলে। এরপর ২০১১ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’; দুই কিস্তিতেই বাজিমাত করেন শাহরুখ খান।
এরপরই ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নিয়ে চলে জোর গুঞ্জন। আসে নতুন কিস্তির ঘোষণা, কিন্তু এতে অনেক বড় পালাবদল আসে।
ঘোষণা আসে, শাহরুখের বদলে এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। আর তার নায়িকা হিসেবে থাকছেন কিয়ারা আদবানি।
এবার জানা গেল নতুন খবর, যা সিনেমাপ্রেমীদের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে। ‘ডন থ্রি’-তে বিশেষ চরিত্রে ফেরার কথার রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার।
তবে তাঁর উপস্থিতি ঠিক কতটুকু, সেটা এখনই পরিষ্কার নয়।
জানা গেছে, সবচেয়ে বড় চমক—‘ডন ৩’-এ ক্যামিও চরিত্রে ফিরতে চলেছেন কিং খান শাহরুখ! তবে এটি মোটেও সাধারণ কোনো ক্যামিও নয়; শাহরুখের জন্য একদম আলাদা করে ‘গ্র্যান্ড ক্যামিও’-র পরিকল্পনা করেছেন ছবির পরিচালক।
ইতিমধ্যে ফারহান ও শাহরুখের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে বলে শোনা গেছে। ছবির গল্প, চরিত্র, দৃশ্য—সবকিছু নিয়েই বিশদ আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।
বলিউড অন্দরের খবর, এই বিশেষ উপস্থিতির জন্য শাহরুখ মৌখিক সম্মতি দিয়েছেন। তবে এই ক্যামিও হবে ঠিক কী ধরনের—গেস্ট অ্যাপিয়ারেন্স, নাকি ভবিষ্যতে বড় কিছু পরিকল্পনার ইঙ্গিত, তা এখনো রহস্যই।
এছাড়াও এই ছবিতে থাকছে আরও বড় টুইস্ট। ছবির মূল ভিলেনের চরিত্রে থাকবেন বিক্রান্ত ম্যাসি। তাঁকে এই চরিত্রে দেখা যাবে একদম নতুন রূপে।
যদিও পরিচালক বা প্রযোজক—কারও পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে শাহরুখ খান এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেটা শেষ করলেই শুরু হবে ‘ডন ৩’-এর শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পেতে ছবিটি।
আরআর/টিএ