ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ গাড়ি ঠিকমতো যেতে পারছে না তাই এই যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকাগামী শাহ আলী পরিবহনের চালক জানান, তিনি দীর্ঘ এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় যানজটে আটকে আছেন। গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা নাকি খুব খারাপ।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। গাড়ি ঠিকমতো যেতে পারছে না, তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করছে আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, টানা বৃষ্টিতে সড়কের পিচ ও বিটুমিন সড়ে গিয়ে কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।
লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। সওজের একটি দল ঘটনাস্থলে মেরামতের কাজ করে যাচ্ছে।
এমআর/এসএন