বলিউডের স্পাই ইউনিভার্সে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ার ২’ সিনেমার মাধ্যমে, যেখানে আত্মপ্রকাশ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানি। পরিচালক আয়ান মুখার্জির তত্ত্বাবধানে নির্মিত এই ছবির জন্য হৃতিক রোশন, কিয়ারা ও জুনিয়র এনটিআর একসঙ্গে কাজ করছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিয়ারার উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি এই অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন।
হৃতিক রোশন জানিয়েছেন, দীর্ঘ ১৪৯ দিনের কঠোর পরিশ্রমের পর অ্যাকশন, রক্ত, ঘাম আর চোটের সঙ্গে সিনেমার কাজ শেষ হয়েছে। কিয়ারা জানিয়েছেন, হৃতিকের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা তার জন্য এক বিশেষ মুহূর্ত ছিল। সিনেমাটির পুরো টিমের কাজ সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার অপেক্ষায় আছেন তিনি।
‘ওয়ার ২’ হল ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি, যেখানে হৃতিক রোশন ফিরে আসছেন ‘কবির’ চরিত্রে, যিনি এবার একটি রগে চরিত্র হিসেবে দেখা যাবে। জুনিয়র এনটিআর নতুন এজেন্ট ‘বিক্রম’ চরিত্রে অভিনয় করবেন, যার মিশন হবে কবিরকে থামানো। কিয়ারা আদবানি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রোমাঞ্চ ও আবেগের ছোঁয়া নিয়ে হাজির হবেন।
সিনেমাটির শুটিং হয়েছে আন্তর্জাতিক লোকেশন যেমন স্পেন, ইতালি, আবু ধাবি, কাশ্মীর ও মুম্বইয়ে। প্রায় ২০০ থেকে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই মেগা প্রজেক্টটি ১৪ আগস্ট, ২০২৫-এ আইম্যাক্সে গ্লোবাল মুক্তির অপেক্ষায়। আইএমডিবি-তে এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক প্রত্যাশিত ভারতীয় ছবি হিসেবে স্থান পেয়েছে।
২০ মে মুক্তিপ্রাপ্ত টিজারে হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারার তীব্র অ্যাকশন দৃশ্য এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল দর্শকদের মন জয় করেছে। যদিও কিছু সমালোচক আরও চরিত্রের গভীরতা দেখতে চেয়েছেন, তবু দর্শকরা ছবিটির জন্য অনেক প্রত্যাশিত।
শেষে বলতে হয়, ‘ওয়ার ২’ কেবল একটি অ্যাকশন ছবি নয়, এটি কিয়ারার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে, যেখানে তিনি শুধু গ্ল্যামার নয়, শক্তিশালী অভিনয় প্রদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।
কেএন/টিএ