চলতি বছরের শুরুতেই ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। সেই পোস্টে লিখেছিলেন, ‘বিশেষ কিছু হতে চলেছ; সেই খবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। শুধু একটু অপেক্ষা করুন।’
আর মুহূর্তেই ভক্তদের মাঝে শুরু হয়ে যায় জল্পনা। তবে কি প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা?
তবে সেই গুঞ্জনের ইতি টেনে দিয়েছিলেন রাজকুমার নিজেই। সামাজিক মাধ্যমে এক বার্তায় লেখেন,‘আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।’ অর্থাৎ, গুঞ্জনটি সাময়িক থামিয়ে দেন অভিনেতা।
কিন্তু অবশেষে জুলাইয়ের শুরুতেই এবার এই তারকা দম্পতি দিলেন সেই কাঙ্ক্ষিত সুখবরটি। গত সোমবার রাতে সামাজিক মাধ্যমে একটি দোলনার ছবি শেয়ার করেন তারা। তাতে লেখেন,—‘সন্তান আসছে, উচ্ছ্বসিত’।
এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা বইতে শুরু করে বলিউডে। অভিনেতা বরুণ ধাওয়ান শুভকামনা জানান। মন্তব্য করেন সোনম কাপুরও। এছাড়াও নেহা ধুপিয়া, পরিচালক ফারাহ খানরাও তাদেরকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।
প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেম শুরু হয় ২০১০ সালে। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তারা পা রাখছেন নতুন এক জগতে।
এসএন