এমবাপ্পেকে ১ বছর আগে করা মন্তব্য বাস্তবে রূপ দিলেন কোচ এনরিকে!

অনেক নাটকীয়তার পর গত গ্রীষ্মের দলবদলে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। এর আগেই ফরাসি ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

তিনি এমবাপ্পেকে ডেকে বলেছিলেন, তার কথামতো কাজ করলে ‘পিএসজিকে সত্যিকারের মেশিন’, এ পরিণত করবেন। এনরিকের সেই কাঙ্ক্ষিত মেশিন- ই যেন হয়ে উঠেছে পিএসজি। তার অধীনেই ক্লাবটি টানা দ্বিতীয় মেজর ট্রফি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।

মাসখানেক আগে নিজেদের ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পিএসজি। ৫-০ গোলের ইতিহাসগড়া ব্যবধানে জয়ের পর অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপেও তারা দাপট ধরে রাখে। বলা হচ্ছিল পিএসজি সত্যিকারের চ্যাম্পিয়ন কি না তা প্রমাণ হবে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে। যে ম্যাচে ফরাসি জায়ান্টদের কাছে পাত্তাই পায়নি রিয়াল। তাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল পিএসজি।




যেন এনরিকের করা সেই ‘মেশিন’ হয়ে উঠেছে প্যারিসের ক্লাবটি। ফ্যাবিয়ান রুইজ, ‍উসমান দেম্বেলে, খিচা কাভারৎস্খেলিয়া, আশরাফ হাকিমি ও জোয়াও নেভেসদের সমন্বয়ে গড়া দলটি যেকোনো ক্লাবের সামনেই দাপুটে পারফরম্যান্স ও মুনসিয়ানা দেখাচ্ছে। ক্লাব বিশ্বকাপ জিততে তাদের সামনে আর কেবল একটি বাধা। ক্লাবসেরা হওয়ার এই প্রতিযোগিতায় পিএসজি আগামী রোববার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একবারের শিরোপাজয়ী চেলসির মুখোমুখি হবে।

রিয়ালকে হারিয়ে মানুষের তিক্ত মন্তব্যের কথা স্মরণ করলেন লুইস এনরিকে। এমবাপ্পে ক্লাব ছেড়ে যাওয়ার পর পিএসজিতে নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ রইলো না বলে আলোচনা উঠেছিল। সেটাই টেনে এনে কোচ এনরিকে প্রতিক্রিয়া দেখালেন এভাবে, ‘জানুয়ারিতে মানুষ বলেছিল আমাদের কোনো নেতা (তারকা) নেই এবং আমরা গোল করতে পারব না।’ অথচ এরপর থেকে এখন পর্যন্ত ১০০–র বেশি গোল করেছে প্যারিসিয়ানরা।

সাবেক ক্লাব বার্সেলোনা সমর্থকদের কাছ থেকে বার্তা পাওয়া ও বিরতিহীন খেলে যাওয়ার প্রসঙ্গে এনরিকে বলেন, ‘বার্সেলোনা ভক্তদের কাছ থেকে আসা বার্তায় আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে, যেখানে তারা আমরা কত বড় ম্যাচ খেলতে যাচ্ছি সেটা জানায়। যে জার্সির প্রতিনিধিত্ব করছি তার জন্য শতভাগ দিতেই হতো এবং আমরা জানি রিয়াল মাদ্রিদ কেমন।

যেমন অসাধারণ দল তারা সবসময়ই ছিল। তীব্র গরম সহ্য করেও আমরা কোনো বিরতি পাইনি, তিনদিনের মধ্যে আবার ফাইনাল খেলতে হবে। যেখানে ফুটবলারদের ক্র্যাম্প ও ক্লান্তিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। এখন বাস্তবতা হচ্ছে ফাইনালেও একইভাবে লড়াই করে যেতে হবে।’

‘পিএসজি ইতিহাস গড়া থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে এবং এই মৌসুমে খেলা শতভাগ ট্রফি জয়ও সেই ম্যাচের ওপর নির্ভর করছে। এটি আমাদের জন্য অনেক বড় কিছু, আমাদের ভক্ত এবং ক্লাবের স্বার্থে কাজ করা প্রতিটি ব্যক্তির জন্যও। আমরা ১০০টিরও বেশি গোল করেছি, বিপরীতে হজম করেছি গুটিকয়েক।

এই খেলোয়াড়রা অসাধারণ। তারা অদম্য এবং তাদের দলের জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার উদারতা সেটি সম্ভব করেছে’, আরও যোগ করেন ৫৫ বছর বয়সী এই পিএসজি কোচ।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান: তারেক রহমান Jul 12, 2025
img
‘লীগ মারত বুলেট দিয়ে, দল মারে পাথর দিয়ে’ স্লোগানে চবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
আপনারা কি শুধু চাঁদা চান : বিএনপিকে প্রশ্ন হাসনাতের Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ Jul 12, 2025
img
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ঢাবির কর্মসূচি ঘোষণা Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ Jul 12, 2025
img
ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ Jul 12, 2025
img
হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও : জামায়াত আমীর Jul 12, 2025
img
আনিসুল, সালমান ও মজুমদার রিমান্ড শেষে কারাগারে Jul 12, 2025
img
মিটফোর্ডের সহিংসতার দায় বিএনপি ও সরকারের, দাবি ইসলামী আন্দোলনের Jul 12, 2025
img
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখাল ইতালি Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Jul 12, 2025
img
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের সমাবেশের ঘোষণা Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্রে একসাথে ছাঁটাই ১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা Jul 12, 2025
সোহাগ কাণ্ড নিয়ে কী বলছেন বুয়েটের শিক্ষার্থী? Jul 12, 2025
img
সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় সর্বদা প্রস্তুত বিএনপি : মাহদী আমিন Jul 12, 2025
img
দখলবাজি ও চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না : শামা ওবায়েদ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
খুলনার সব আসনেেই প্রার্থী দেবে এনসিপি Jul 12, 2025