প্রেম ফিরেছে, সেই পুরোনো জুটির হাত ধরেই। প্রায় এক দশক পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি—দেব ও শুভশ্রীকে। আর সেই প্রত্যাবর্তনের প্রথম ধ্বনি বাজল আজ, ‘ধূমকেতু’ ছবির প্রথম গান ‘গানে গানে’-র মাধ্যমে।
এই গান শুধু রোমান্স নয়, এটা যেন সময়ের ওপর জমে থাকা আবেগ, নস্ট্যালজিয়া আর পুরোনো ভালবাসার ফিরে আসা। গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের দুই কিংবদন্তি—অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষাল। সুর দিয়েছেন অনুপম রায়। পুরো গানটি শ্যুট হয়েছে সিমলার মনকাড়া পাহাড়ি রাস্তায়, যেখানে শুভশ্রী হাতে সাইকেল আর বাস্কেটে ফুল নিয়ে এগিয়ে চলেছেন, আর পেছনে পেছনে হেঁটে আসছেন দেব—নিভৃত গলায় জানাচ্ছেন প্রেমের কথা।
গানের ভিজ্যুয়াল যেন এক কবিতার মতো। পাহাড়ের নিসর্গ, ঠান্ডা হাওয়া আর শুভশ্রীর এক চিলতে হাসি—সবকিছু মিলিয়ে সেই পুরোনো দেব-শুভশ্রী ম্যাজিক যেন আবার ফিরেছে। দীর্ঘ বিরতির পর তাদের এমন রোমান্টিক মোডে দেখে অভিভূত দর্শক।
প্রায় ৯ বছর আগে শ্যুট হওয়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ধূমকেতু ছবিটি নানা জটিলতা ও আইনি জটিলতার কারণে আটকে ছিল। প্রযোজনা করেছেন রানা সরকার এবং দেবের নিজস্ব প্রোডাকশন হাউজ। ছবিটি অবশেষে মুক্তি পেতে চলেছে আগামী ১৫ আগস্ট।
গানটির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তিন লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন, আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #GaneGane, #Dhumketu এবং #DevSubhasree। দর্শকরা লিখছেন, “এই জুটিকে আবারও পর্দায় পেয়ে চোখ ভিজে উঠছে। বারবার ফিরে আসুক দেব-শুভশ্রী।”
যদি ছবিটি সফল হয়, তাহলে হয়তো আবারও ফিরতে পারে এই জুটি—বাংলা সিনেমার এক চিরচেনা রসায়ন নিয়ে। আপাতত ‘গানে গানে’ গানটি মনে করিয়ে দিচ্ছে—ভালোবাসা থেমে যায় না, থেমে থাকে কেবল সময়ের এক কোণায়, ফিরে আসার অপেক্ষায়।
এসএন