লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে এক আবেগঘন মুহূর্তে সবাইকে নাড়া দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। উইকেট নেওয়ার পর মাঠে এক বিশেষ ভঙ্গিতে প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে শ্রদ্ধা জানান তিনি। পরে বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিরাজ নিজেই জানালেন এই ইঙ্গিতের পেছনের হৃদয়ছোঁয়া গল্প।
ড্রেসিংরুম থেকে দেওয়া বার্তায় সিরাজ বলেন, ‘গত ম্যাচে মাঠে পৌঁছানোর সময় জানতে পারি, দিয়োগো জোটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। আমি পর্তুগাল দলের ভক্ত, কারণ রোনালদো সেখানে খেলেন। খবরটা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি।’
সিরাজ জানান, ফুটবল তারকা জোটার মৃত্যু তার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘জীবন খুবই অনিশ্চিত।
আমরা অনেক কিছুর জন্য লড়াই করি, অথচ আগামীকাল কী হবে তা জানি না। কোনো কিছুই নিশ্চিত নয়। ঘটনা শুনে আমি খুব হতবাক হয়ে যাই।’
এই আবেগ থেকেই সিরাজ উইকেট পাওয়ার পর জোতার উদ্দেশে শ্রদ্ধা জানান।
‘আজ আমি উইকেট পেয়েছি, তাই ওনার জন্য এই শ্রদ্ধার প্রতীকী ইশারা করেছি। এটাই ছিল আমার তরফ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর উপায়।’
প্রসঙ্গত, ৩ জুলাই স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৮ বছর।
সেই সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন ভাইও।
জোটা ছিলেন লিভারপুলের ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সদস্য এবং ২০২৫ সালের ইউরোপিয়ান নেশনস লিগ জয়ী পর্তুগাল দলেরও সদস্য।
এমআর/টিএ