গাজায় বর্বর হামলার মধ্যেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিল সৌদি আরব। যদিও দেশটি শর্ত দিয়েছিল, গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২৪ এর মাঝামাঝি সময়ে এ চেষ্টা হয়। ওই সময় আশা করা হয়েছিল, সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবে।
নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় এতে সায়ও দিয়েছিলেন এবং মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলেন। কিন্তু জুলাইয়ের শেষ দিকে তিনি গাজা যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করেন। এতে করে ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনাটি শেষ হয়ে যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি-ইসরাইলের সম্পর্ক গড়ার নতুন প্রচেষ্টা শুরু হয় ২০২৪ সালের ১৮ মে। ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন।
ওই সময়ে দখলদার ইসরাইলের প্রতি আরব রাষ্ট্রগুলো অনেক বেশি ক্ষুব্ধ ছিল। তা সত্ত্বেও সুলিভানের সাথে বৈঠকে আসেন প্রিন্স সালমান। তিনি ইসরাইল-সৌদি সম্পর্ক স্থাপনের বিষয়টি চূড়ান্ত করার কথাও বলেন । তবে শর্ত দেন, গাজায় যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে প্রতিষ্ঠার পথের নিশ্চয়তা দিতে হবে।
এরপর ১৯ মে সুলিভান ইসরাইলে যান এবং নেতানিয়াহুকে প্রিন্স সালমানের বার্তা পৌঁছে দেন। এরও পরে ২৭ মে দখলদার ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যার চারদিন পর জো বাইডেন প্রকাশ্যে ওই যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাবের ঘোষণা দেন। কিন্তু ইসরাইল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি না দেয়ায় হামাস এতে রাজি হয়নি।
ওই সময় সৌদির সাথে সম্পর্ক না হলেও দখলদার ইসরাইল তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে নিজের মন্ত্রীকে গোপনে আরব আমিরাতে পাঠিয়েছিলেন নেতানিয়াহু। আর, কিছু দিন আগে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অনুরোধ করেন ব্লিঙ্কেন। সৌদি আরব নিজেদের বেসামরিক পারমাণবিক প্রকল্প চালু, এর বাস্তবায়নে মার্কিন সহযোগিতা ও এ সংক্রান্ত নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজিও হয়েছে।
টেক্সাসে বন্যা পর অ্যারিজোনায় দাবানল, মস্কোতে তাপদাহটেক্সাসে বন্যা পর অ্যারিজোনায় দাবানল, মস্কোতে তাপদাহ ওয়াশিংটন মনে করে, কয়েক দফা আলোচনার মাধ্যমে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে এবং এ অঞ্চলে ক্রমবর্ধমান রুশ ও চীনা আধিপত্য কমবে। আলোচনার বড় অংশ জুড়েছিল সৌদি আরব ও ইসরাইলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি। তবে কর্মকর্তারা জানান, খুব সহজে বা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অগ্রগতির সম্ভাবনা নেই বললেই চলে।
এমকে/টিকে