ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যা সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে জানিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল বলেন, যারা চাঁদার জন্য প্রকাশ্যে মানুষ হত্যা করে, তাদের নেতৃত্বে দেশ নিরাপদ না।
শনিবার (১২ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদ পাবনা জেলার আয়োজনে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে শুরু শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাকিল উজ্জামান আরও বলেন, চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ঘাতকরা নিহতের দেহের ওপর নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়, যা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড একজন ব্যক্তির ওপর হত্যাকাণ্ড নয়, এটি মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা কেবল নৃশংসতাই নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে তুলেছে যে, দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ। অনতিবিলম্বে এই হত্যার বিচার করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদ পাবনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নবীর উদ্দিন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহবুবুর রহমান জনি, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম সরওয়ার খান জুয়েল, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আয়নুল হক, পাবনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য সচীব মাযহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।