অ্যাটলির মহাবাজেটের সিনেমায় আল্লু-রাশমিকা

ভারতের চলচ্চিত্র ইতিহাসে বাজেটের রাজসিংহাসনে বসতে চলেছে পরিচালক অ্যাটলি কুমারের নির্মিতব্য সিনেমা ‘এএ২২×এ৬’। চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি রুপি। এদিকে মহাবাজেটের এই ছবিতে অভিনয় করতে চলেছেন পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন এবং তার বিপরীতে প্রধান চরিত্রে যুক্ত হচ্ছেন রাশমিকা মান্দানা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘জাওয়ান’ নির্মাতা অ্যাটলি এবার জুটি বেঁধেছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে এবং তারা একসঙ্গে তৈরি করতে চলেছেন এক অনন্য সিনেমাটিক এপিক। সিনেমাটির আপাতত যার নাম রাখা হয়েছে ‘এএ২২×এ৬’। প্রথম দিকে এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের নাম ঘোষণা দিলেও এবার তাদের পাশাপাশি যুক্ত হচ্ছেন পুষ্পাখ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

পিংকভিলা সূত্রে জানা যায়, রাশমিকা মান্দান্না অ্যাটলির এই অ্যাম্বিশাস ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রগুলোর একটি হতে চলেছে। পুষ্পা ফ্র্যাঞ্চাইজির তুলনায় এখানে আল্লু-রাশমিকার সম্পর্ক হবে একেবারে ভিন্নরকম।


আরও জানা যায়, রাশমিকা ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলসে অ্যাটলির সঙ্গে লুক টেস্ট সেরে ফেলেছেন এবং তার চরিত্রের প্রি-প্রোডাকশন কাজ জোরেশোরেই চলছে।
অ্যাটলির আসন্ন এই সিনেমাটি প্রযুক্তিনির্ভর চমক নিয়ে আসছে। যেখানে তিনি দুই ভিন্ন ইউনিভার্সকে ঘিরে তৈরি করছেন নিজস্ব এক ‘অ্যাভাটার’ সদৃশ জগত। চলচ্চিত্রটিতে আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর এটাই তার ক্যারিয়ারে প্রথম দ্বৈত চরিত্র।

গুঞ্জন শোনা যাচ্ছে, সায়েন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। এর আগে আল্লু অর্জুন তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে বেশকিছু দিকে ইঙ্গিতও দিয়েছেন। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। প্রতিষ্ঠানটিও তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন। এ ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের অফিসে উপস্থিত হন আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। সেখানে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আলোচনা করেন তারা।

ভিডিওর এক অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি ভিএফএক্স স্টুডিওতে হাজির হন আল্লু অর্জুন-অ্যাটলি। স্টুডিওতে রাখা মাস্ক, গিয়ার ট্রাই করতে দেখা যায় আল্লু অর্জুনকে। নিজের ব্যক্তিত্বের থ্রি-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরীক্ষা করেন।

এ সময় সেখানে হলিউডের কয়েকজন বিখ্যাত টেকনিশিয়ানের সঙ্গে আলোচনা করেন আল্লু-অ্যাটলি। তাদের মধ্যে রয়েছেন আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজ। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রোন’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৩৫ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা।

এদিকে পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মুক্তির আগেই সিকুয়েলের ভাবনা: প্রভাসের ‘দ্য রাজা সাব’ নিয়ে হইচই Jul 12, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে ঢাবিতে Jul 12, 2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদেশে ছুটিতে পুতুল Jul 12, 2025
তার কাছে বাড়ি গাড়ি চাইতে আসিনি, তাহলে ওগুলো নিয়ে চলে যেতাম : ইশরাত জাহান রিদিকা Jul 12, 2025
img
প্রথম দিনেই একশ কোটির লক্ষ্য ‘ওয়ার ২’-এর Jul 12, 2025
img
ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার: ত্রাণ উপদেষ্টা Jul 12, 2025
img
ভুল তথ্য প্রচার হচ্ছে, অভিনেত্রী হুমাইরার মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই Jul 12, 2025
img
নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে: উপ-প্রেস সচিব Jul 12, 2025
img
টলিউডে পুজার নতুন শুরু, সঙ্গী দুলকার Jul 12, 2025
img
মিটফোর্ডে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 12, 2025
img
ধাড়াক ২ ট্রেলারে নজর কাড়লেন সিদ্ধান্ত ও তৃপ্তি Jul 12, 2025
img
'জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি', সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটি নিয়ে প্রেস সচিব Jul 12, 2025
img
২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস Jul 12, 2025
img
‘বাহুবলী ৩’ কি আসবে? দশ বছর পরেও প্রশ্ন অনড় Jul 12, 2025
img
‘সরকার বরাবরের মতোই নীরব’, মিটফোর্ডের ঘটনায় বাঁধন Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় আরও একজনসহ মোট গ্রেফতার ৫ Jul 12, 2025
img
কেবল পর্দার সামনে নয়, ক্যামেরার পেছনেও আসছেন এই অভিনেতারা Jul 12, 2025
তোমরা তো ১৩ মাসের নেতা; মুখ খুললেন সাংবাদিক নেতারা! Jul 12, 2025
img
'তারেক রহমানকে নিয়ে রাজপথে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না' Jul 12, 2025
img
নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বাস্তবতায় আসমান জমিন ফারাক: রিফাত রশিদ Jul 12, 2025