রাজনীতি থেকে অবসর নেয়ার চিন্তা করছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বয়স ৬০ বছর পেরিয়েছে। তিনি কবে অবসর নেবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে অবসরের পর জীবন কেমন হবে, তা নিয়ে এবার খোলাখুলি জানালেন নিজেই। বললেন, কাজ থেকে সরে যাওয়ার পর পড়াশোনাই হবে তার জীবনের মূল সঙ্গী।

অমিত শাহ হুট করে অবসরের কথা কেন বলতে গেলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন। রাজনীতির বাইরে ঠিক কেমন জীবন কাটাতে চান তার খোলসা করেন তিনি।তাতেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে শুধু অবসরজীবনের পরিকল্পনার কথাই জানিয়েছেন শাহ, অবসর নিতে চলেছেন বলে জানাননি।

বুধবার ‘সহকার সম্বাদ’ নামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে গুজরাট, মধ্য প্রদেশ এবং রাজস্থানের সমবায় সংস্থার সঙ্গে যুক্ত নারীদের সঙ্গে কথোপকথনে অংশ নেন তিনি। সেই মঞ্চেই নিজের অবসর পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘আমি ঠিক করেছি, অবসর নেওয়ার পর বাকি জীবনটা বেদ ও উপনিষদের পাঠেই কাটাব। পাশাপাশি প্রাকৃতিক চাষ নিয়েও পড়াশোনা করব।’ প্রাকৃতিক কৃষির গুরুত্ব তুলে ধরে শাহ আরো বলেন, ‘রাসায়নিক সার দিয়ে উৎপাদিত গম খেলে অনেক সময় নানা অসুখ হতে পারে। কিন্তু প্রাকৃতিক চাষ শুধু আমাদের শরীরকে রোগমুক্তই রাখে না, চাষের উৎপাদনও অনেক বেড়ে যায়।’

২০১৯ সাল থেকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। ২০২১ সালে তিনি কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের দায়িত্বও পান।

সমবায়মন্ত্রী হওয়ার গুরুত্ব বোঝাতে তিনি বলেন, ‘যখন আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, সবাই বলেছিলেন—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। কিন্তু যখন সমবায় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো, আমি মনে করেছিলাম এটি স্বরাষ্ট্র দপ্তরের থেকেও বড় কাজ। কারণ এটি কৃষক, গরিব মানুষ, গ্রাম এবং পশুপাখিদের সঙ্গে যুক্ত।’

অনুষ্ঠানের আগে অমিত শাহের মন্ত্রণালয় কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে। তাতে বলা হয়, ‘সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির যে দৃষ্টিভঙ্গির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তারই ধারাবাহিকতায় কৃষকদের ক্ষমতায়ন করছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়। এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।’

অমিত শাহের এই বক্তব্য স্পষ্ট করে দেয়, রাজনীতির বাইরেও তিনি একটি গভীর ও মননশীল অবসরজীবনের স্বপ্ন দেখছেন—যেখানে প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতির প্রতিই থাকবে তার আসক্তি।

সূত্র : আননন্দবাজার, এবিপি আনন্দ

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান: তারেক রহমান Jul 12, 2025
img
‘লীগ মারত বুলেট দিয়ে, দল মারে পাথর দিয়ে’ স্লোগানে চবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
আপনারা কি শুধু চাঁদা চান : বিএনপিকে প্রশ্ন হাসনাতের Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ Jul 12, 2025
img
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ঢাবির কর্মসূচি ঘোষণা Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ Jul 12, 2025
img
ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ Jul 12, 2025
img
হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও : জামায়াত আমীর Jul 12, 2025
img
আনিসুল, সালমান ও মজুমদার রিমান্ড শেষে কারাগারে Jul 12, 2025
img
মিটফোর্ডের সহিংসতার দায় বিএনপি ও সরকারের, দাবি ইসলামী আন্দোলনের Jul 12, 2025
img
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখাল ইতালি Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Jul 12, 2025
img
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের সমাবেশের ঘোষণা Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্রে একসাথে ছাঁটাই ১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা Jul 12, 2025
সোহাগ কাণ্ড নিয়ে কী বলছেন বুয়েটের শিক্ষার্থী? Jul 12, 2025
img
সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় সর্বদা প্রস্তুত বিএনপি : মাহদী আমিন Jul 12, 2025
img
দখলবাজি ও চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না : শামা ওবায়েদ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
খুলনার সব আসনেেই প্রার্থী দেবে এনসিপি Jul 12, 2025