বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বরগুনার পাথরঘাটা উপজেলার তিন জেলে নিখোঁজ রয়েছেন। এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেরা হলেন: পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের বাসিন্দা কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) রাতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ নামে ট্রলারটি। ট্রলারটিতে থাকা ১২ জন জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ৩ জন এখনো নিখোঁজ।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনার সময় জেলেরা গভীর সাগরে জাল ফেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। পরে একটি পার্শ্ববর্তী ট্রলার থেকে ৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আর বাকি তিনজনের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
এম কে/ টিএ