৪৪ লাখ ভোটারের সম্পূরক ভোটার হালনাগাদ প্রকাশ আগামী সপ্তাহে: ইসি সানাউল্লাহ

আগামী সপ্তাহে সম্পূরক ভোটার হালনাগাদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা বলেন তিনি।

ইসি বলেন, ৪৪ লাখ ভোটারের সম্পূরক ভোটার হালনাগাদ প্রকাশ আগামী সপ্তাহে। এবার ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহ করে ইসি। এ হালনাগাদে বাদ পড়া প্রায় ৪৪ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে শিগগিরই সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মো. সানাউল্লাহ।

তিনি বলেন, এরপর দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে আগস্টের মধ্যে হালনাগাদ চূড়ান্ত প্রকাশ করা হবে। এবার প্রায় ৪৪ লাখ ৬ হাজার ৬০২ জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি, যারা নতুন করে নিবন্ধন করেছে। মৃত ভোটার পেয়েছি ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে সম্পূরক খসড়া তালিকা আগামী সপ্তাহে প্রকাশ হবে। বর্তমানে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমে এসেছে। এটা প্রায় ১৮ লাখ।

এ নির্বাচন কমিশনার জানান, ইসি সচিবালয় আইন সংশোধন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটি সার্ভিস হবে। সংস্কার কমিশনও এ ধরনের প্রস্তাব করেছে। এ সার্ভিস না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধিতেই চলবে। এছাড়া ১৯৯১ সালে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইনেও ছোট ছোট সংশোধন প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসি কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণেরও বিষয়েও কিছু সংশোধন প্রস্তাব আনা হয়েছে।

এনআইডি সংশোধনের উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, গত সাত মাসে ৯ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখন মাত্র ৭৪ হাজার পেন্ডিং রয়েছে। এনআইডি সংশোধনে ধর্ম পরিবর্তনের বিষয়ে জটিলতা কমানোর প্রক্রিয়াও নেওয়া হয়েছে।

সীমানা নির্ধারণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং আসন সংখ্যা কমবে না জানিয়ে আবুল ফজল বলেন, ৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশের উদ্যোগ নিচ্ছে ইসি। কারিগরি কমিটির প্রতিবেদন পেলে শিগগিরই খসড়া প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২২১টা আসনের বিষয়ে কোনো আবেদনই হয়নি। আশা করি, আগামী সপ্তাহে পুরো প্রকাশ হবে। ঢাকায় আসন সংখ্যা খুব বেশি কমবে না। জনসংখ্যার ভারসাম্য আনার পাশাপাশি ভোটার সংখ্যার সমতা এনে আসন বিন্যাসের কথা জানান তিনি। ইতোমধ্যে ঐকমত্য কমিশনে বিশেষায়িত কমিটির মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পরামর্শ এসেছে। বাস্তবতার নিরিখে কতটুকু করা যাবে, তা বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে।

নিবন্ধন অগ্রগতি নিয়ে তিনি বলেন, নতুন দল নিবন্ধন আবেদন যাচাই বাছাই শুরু হয়েছে। ইতোমধ্যে যেসব আবেদন সঠিক রয়েছে তা মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে আর যাদের আবেদনে সামান্য ত্রুটি রয়েছে। তাদের তথ্য পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এবার ১৪৪টি দল নিবন্ধন চেয়ে ১৪৭টি আবেদন করেছে।

আইনজীবি প্যানেল রিভাইজ প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার জানান, ইসির আইনজীবী প্যানেল ‘রিভাইজ’ করার পরিকল্পনা নিয়েছে ইসি। এ নিয়েও আগামীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শাপলা রাখা হয়নি প্রতীক তালিকায়—এ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত নতুন তালিকা নিয়ে বিধিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে শাপলা প্রতীক প্রস্তাব করা হয়নি। শাপলা প্রতীক চেয়ে দুটি দল নাগরিক ঐক্য ও এনসিপি আবেদন করেছে। ইসি সব বিবেচনায় করে শাপলা তালিকাভুক্ত করেনি।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘লীগ মারত বুলেট দিয়ে, দল মারে পাথর দিয়ে’ স্লোগানে চবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
আপনারা কি শুধু চাঁদা চান : বিএনপিকে প্রশ্ন হাসনাতের Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ Jul 12, 2025
img
জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ঢাবির কর্মসূচি ঘোষণা Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ Jul 12, 2025
img
ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ Jul 12, 2025
img
হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও : জামায়াত আমীর Jul 12, 2025
img
আনিসুল, সালমান ও মজুমদার রিমান্ড শেষে কারাগারে Jul 12, 2025
img
মিটফোর্ডের সহিংসতার দায় বিএনপি ও সরকারের, দাবি ইসলামী আন্দোলনের Jul 12, 2025
img
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লিখাল ইতালি Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Jul 12, 2025
img
যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের সমাবেশের ঘোষণা Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্রে একসাথে ছাঁটাই ১৩ শতাধিক পররাষ্ট্র কর্মকর্তা Jul 12, 2025
সোহাগ কাণ্ড নিয়ে কী বলছেন বুয়েটের শিক্ষার্থী? Jul 12, 2025
img
সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় সর্বদা প্রস্তুত বিএনপি : মাহদী আমিন Jul 12, 2025
img
দখলবাজি ও চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না : শামা ওবায়েদ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Jul 12, 2025
img
মিটফোর্ডের ঘটনার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ Jul 12, 2025
img
খুলনার সব আসনেেই প্রার্থী দেবে এনসিপি Jul 12, 2025
img
লুটপাট-চাঁদাবাজি-হত্যার জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর Jul 12, 2025