গণমাধ্যম খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে ১২টি নতুন সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে বলে বৃহস্পতিবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ইতিমধ্যে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
সাংবাদিক অধিকার সুরক্ষায় অধ্যাদেশ
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতার অধিকার সুরক্ষা–সংক্রান্ত একটি অধ্যাদেশ শিগগিরই জারি করা হবে। এ উদ্যোগ সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।
প্রচারসংখ্যা ও পাঠক জরিপ
সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষার পদ্ধতি সংস্কারে একটি টাস্কফোর্স গঠন, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) মাধ্যমে গণমাধ্যম বিষয়ে বার্ষিক পাঠক-দর্শক জরিপ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন ও আর্থিক সংস্কার
পত্রিকার বিজ্ঞাপন হারে যৌক্তিক সমন্বয় আনার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞাপন শিল্পে অস্বচ্ছ চর্চা আছে কি না তা তদন্তে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সহায়তা নেওয়া হবে।
এফএম রেডিও লাইসেন্সের জামানত ফি কমানো এবং বিজ্ঞাপন আয়ের ওপর ২% সরকারি ফি বাতিল করা হয়েছে। তবে বিনা মূল্যে সরকারি ঘোষণা প্রচার বাধ্যতামূলক থাকবে।
কর ছাড় ও আর্থিক সহায়তা
জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কর ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে:
কলাম লেখক, শিল্পী, প্রদায়ক, আলোচক ও অতিথি উপস্থাপকদের সম্মানীর ওপর অগ্রিম আয়কর (AIT) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্যাটেলাইট স্বাধীনতা
টিভি চ্যানেলের আপ-লিংক ও ডাউন-লিঙ্কের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়া হবে। বিকল্প সেবা ব্যবহারের সুযোগ তৈরি করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসসিএলের সঙ্গে আলোচনা চলছে।
শিক্ষা ও প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগী করা হবে।
প্রতিষ্ঠান দুটির কার্যকর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তথ্য ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ‘বিসিএস ইনফরমেশন একাডেমি’ প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব সিদ্ধান্ত গণমাধ্যম খাতের কাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশে স্বাধীন সাংবাদিকতা চর্চা নিশ্চিত করতে সহায়ক হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
আরআর/টিএ