নোয়াখালীতে টানা বৃষ্টিতে পানিবন্দি ৪২ হাজার পরিবার

নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৪১ হাজার ৮৪০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩ হাজার ১০০ মানুষ। বিধ্বস্ত হয়েছে ৪০ ঘরবাড়ি। আশ্রিত গবাদি পশুর সংখ্যা হলো ২৪০টি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নিশ্চিত করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

জানা গেছে, নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। নোয়াখালী সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা ৩০ হাজার, সেনবাগে ৩ হাজার ৮৭০, কবিরহাটে ৩ হাজার ৬৫০, কোম্পানীগঞ্জে ৩ হাজার ৫২০, সুবর্নচরে ৫০০ এবং হাতিয়া উপজেলায় ৩০০। বন্যায় ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে অন্তত একটি, আংশিক ক্ষতিগ্রস্ত ৪০টি ঘর। জেলাজুড়ে মোট ৪০টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৪১৯ জন মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া ২৪০টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত ২ লাখ ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪১ হাজার ৮৪০ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে যার মধ্যে কাজ করছে ২৯টি।

এদিকে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেলা শহর মাইজদীর জেলা প্রশাসকের কার্যালয়, মৎস্য অফিস, জেল খানা সড়ক, পাঁচ রাস্তার মোড়, পৌর বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলো তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনও অনেক এলাকায় কার্যকর না হওয়ায় ঘরবাড়ি ও সড়কে পানি জমে আছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষ এবং যানবাহনের চালকদের।

লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন গণমাধ্যমকে লেন, গতকাল সন্ধ্যার পর আজ সকাল পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। তবে এখনো রাস্তাঘাট ও বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় পানি আছে। এ কারণে আমাদের দুর্ভোগ কমেনি। পানিতে ডুবে থাকা ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি ধীরগতিতে নামছে। এ কারণে বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকার বেশির ভাগ রাস্তাঘাট এখনো পানির নিচে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ গণমাধ্যমকে বলেন, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে। আমরা বিভিন্ন স্থানে গিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কাজ করছি।

এছাড়াও জলাবদ্ধতা দূর করতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পানি চলাচলের পথগুলো সচল করে দিয়েছেন। দ্রুতই জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করছেন।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে সভা-সমাবেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল ডিএমপি Sep 11, 2025
img
এনসিএল টি-টোয়েন্টি ঢাকার দুই দল ঘোষণা, মাহমুদউল্লাহদের নেতৃত্বে নাঈম শেখ Sep 11, 2025
img
সাব্বির-নাসিরকে অন্তর্ভুক্ত করে রাজশাহী-রংপুরের দল ঘোষণা Sep 11, 2025
img
অমিত হাসানের সঙ্গে জুটি বাঁধলেন মেহজাবীন মেহা Sep 11, 2025
img
নুরের ওপর হামলায় সরকারের টালবাহানা মেনে নেব না : আল মামুন Sep 11, 2025
img
মুচলেকা দিয়ে জামিন পেলেন ডাকসুর ভিপি প্রার্থী Sep 11, 2025
img
‘নির্বাচন কমিশন সার্ভিস’ চালু করতে দ্রুত আইন সংশোধন চান ইসি কর্মকর্তারা Sep 11, 2025
img
ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ড, বামপন্থীদের দুষছেন ট্রাম্প ও মাস্ক Sep 11, 2025
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের পত্র পৌঁছে দিলেন ধর্ম উপদেষ্টা Sep 11, 2025
img
কার্নিশে ঝুলে থাকা তরুণ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৬ সেপ্টেম্বর Sep 11, 2025
img
মামলার জটিলতা থেকে সাময়িক স্বস্তি শাহরুখ-দীপিকার! Sep 11, 2025
img
জাহাজ আমদানিতে ভ্যাট ছাড়ের প্রস্তাবে অনুমোদন Sep 11, 2025
img
ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক Sep 11, 2025
img
নেপালে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান Sep 11, 2025
img
চানখারপুলের ঘটনায় ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ-জেরা শেষ Sep 11, 2025
img
মস্কোতে ইসলামিক কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন জামায়াত আমির Sep 11, 2025
img

আব্দুল্লাহ আল মামুন

হামলাকারীদের গ্রেপ্তার ও নুরকে বিদেশ নিতে গড়িমসি করছে সরকার Sep 11, 2025
img

জাকসু

তাজউদ্দীন হলে উত্তেজনা, কিছুক্ষণ বন্ধের পর ভোট পুনরায় শুরু Sep 11, 2025
img
বলিউড সিরিজে আরিফিন শুভর অভিষেক, প্রথম দৃশ্য প্রকাশ Sep 11, 2025
img
ব্রেভিসকে সাড়ে ১১ কোটিতে দলে নেওয়ার কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি Sep 11, 2025