কমেছে ডিমের দাম, খুচরা বিক্রি হচ্ছে ১১০ টাকা ডজনে

রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় বেড়েছে চাহিদা ও বেচাকেনা। পাইকারি ও খুচরা পর্যায়ে দাম ১৫ থেকে ২০ টাকা কমে যাওয়ায় অনেক দোকানে এখন ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। এদিকে চাহিদার পাশাপাশি সরবরাহও সমানতালে বাড়তি থাকায় ডিমের বাজারে অনেকটাই চাঙাভাব ফিরে এসেছে। তবে বাজার সংশ্লিষ্টরা সতর্ক করছেন, দামে ভারসাম্য না থাকলে ভবিষ্যতে বাজার আবার অস্থির হতে পারে।

শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। তবে কিছু দোকানে পরিচিত ক্রেতাদের কাছে ১০৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে প্রতি পিসে দাম পড়ে ৮ টাকা ৭৫ পয়সা থেকে ৯ টাকা ৫০ পয়সা।

বাজার বিশ্লেষণ ও পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১০৫ টাকা থেকে ১১৫ টাকার মধ্যে। এটি ঈদের আগে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা পর্যন্ত। পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিমের দাম এখন ৮ টাকা থেকে ৮ টাকা ৮০ পয়সা।

ডিম কিনতে আসা সরকারি কর্মকর্তা আফসার উদ্দিন বলেন, ‘বাজারে প্রোটিনজাত পণ্যের মধ্যে ডিমই সবচেয়ে সাশ্রয়ী। আগে প্রতি সপ্তাহে এক ডজন নিতাম, এখন ২ ডজন নিচ্ছি। কারণ দাম এখন নাগালের মধ্যে।’ তিনি বলেন, ‘১০৫ টাকা ডজনে ডিম পেয়ে খুশি। দাম কম থাকলে ঘরে পুষ্টিকর খাবার রাখা সহজ হয়।’

গৃহিণী সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমাদের পরিবারে সকালের নাশতায় ডিম নিতেই হয়। আগে দাম বেশি থাকায় মাঝে মাঝে বিকল্প ভাবতে হতো, এমনকি অনেক সময় ডিম কেনা বাদ দিতে হতো। এখন ১০৫ টাকায় ডজন পাচ্ছি—এটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর। আমি আজই তিন ডজন কিনেছি, সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখব।’

তিনি আরও বলেন, ‘ডিম এমন একটা পণ্য, যেটা বাচ্চা থেকে বয়স্ক—সবাই খেতে পারে। আগে আমরা এক ডজন নিতাম সপ্তাহে, এখন ২ ডজন নিয়ে রাখছি। কারণ এটা প্রোটিনের সহজ উৎস, রান্নাও ঝামেলাহীন।’
ডিম বিক্রেতা নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ঈদের পর দাম কমতেই বিক্রি বেড়ে গেছে। আগে দিনে ৩ হাজার ডিম বিক্রি করতাম, এখন ৫ হাজারের কাছাকাছি যাচ্ছে। পরিচিতদের ডজন ১০৫ টাকায় দিচ্ছি। লাভ কম, কিন্তু বিক্রি ভালো হচ্ছে।’

তিনি জানান, ‘গত সপ্তাহেও প্রতি ডজন বিক্রি হয়েছে ১২৫ টাকায়, এখন খুচরা বাজারে ১১৫ টাকা। কেউ বেশি নিলে দাম আরও একটু কমিয়ে দেওয়া হচ্ছে।’

রামপুরা বাজারের এক ডিম সরবরাহকারী জানান, ‘পাইকারিতে এখন প্রতি ডিম ৮ থেকে ৮ টাকা ৮০ পয়সায় বিক্রি হচ্ছে। খুচরায় চাহিদা বাড়ায় সরবরাহও বাড়াতে হচ্ছে। অনেক ছোট দোকান এখন আগের চেয়ে দ্বিগুণ অর্ডার দিচ্ছে।’

নাসির উদ্দিন নামক আরেক বিক্রেতা বলেন, ‘বিক্রি বাড়ছে, এটা ভালো। তবে খামারিরা যেন প্রাপ্য দাম পান, সে দিকটাও দেখতে হবে। না হলে খামারিরা বাঁচবে না, আবার কয়েক মাস পর ডিমের সংকট তৈরি হবে।’

গত বছরের সেপ্টেম্বরে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতি ডজন ডিমের খুচরা মূল্য নির্ধারণ করেছিল ১৪২ টাকা, অর্থাৎ প্রতি পিস ১১ টাকা ৮৫ পয়সা। যদিও সেই দাম বাজারে স্থায়ী হয়নি, বরং মাঝে মাঝেই ওঠানামা করেছে। বর্তমান পরিস্থিতিতে বাজারে দাম কিছুটা কমলেও চাহিদা ও বিক্রি বাড়ায় সামগ্রিক চিত্র স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সিরিয়ার ক্লাবকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংস Aug 13, 2025
img
ঢাকা শহরে ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির সম্ভাবনা Aug 13, 2025
img
চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী Aug 13, 2025
img
হাজার কোটি টাকার বেশি পাচার হওয়া ১১টি কেইস চিহ্নিত : অর্থ উপদেষ্টা Aug 13, 2025
img
নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ Aug 13, 2025
img
বাংলাদেশের সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ Aug 13, 2025
img
বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ সরঞ্জাম, ভারতীয়সহ আটক ৪ Aug 13, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ Aug 13, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Aug 13, 2025
img
রজনীকান্ত-হৃতিকের সিনেমার সঙ্গে দশ বছর পর নতুন রূপে ফিরছে ‘বাহুবলি’! Aug 13, 2025
img
সংক্রান্তিতে বক্স অফিসে দেখা যাবে প্রভাস-বিজয়ের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা! Aug 13, 2025
নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতির সূচি ঘোষণা! Aug 13, 2025
‘বাচ্চা আছে, তাই সাবধান’ স্পষ্ট জানালেন সালমান খান! Aug 13, 2025
দেশে ‘ফাইভ জি’ চালুর জন্য মালয়েশিয়ান টেলিকমকে ড. ইউনূসের আহ্বান Aug 13, 2025
মাবরুর রশিদ বান্নাহর বক্তব্য শুনে হাততালি দিলেন তারেক রহমান! Aug 13, 2025
কেয়া কসমেটিক্সের খেলাপি ঋণ ও রপ্তানি আয় নিয়ে চার ব্যাংকের বিরোধ Aug 13, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 13, 2025
img
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবে শীর্ষে জামায়াত Aug 13, 2025
আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক Aug 13, 2025
তরুনদের নিয়ে যা বললেন এনসিপির আহবায়ক নাহিদ Aug 13, 2025