যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির পররাষ্ট্র বিভাগের ১৩ শতের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করেছে, যার কার্যকারিতা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক ডেপুটি সেক্রেটারি মাইকেল রিগাস গতকাল জানান, পুনর্গঠনের প্রভাবে যেসব কর্মী প্রভাবিত হবেন, তাঁদের শিগগিরই জানানো হবে।
যদিও স্টেট ডিপার্টমেন্টের কেউ প্রকাশ্যে বলেননি ছাঁটাইয়ের প্রথম নোটিশ কবে দেওয়া হবে, কিন্তু ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ই-মেইল সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া বাস্তবায়ন শুক্রবার থেকেই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খাপ খাওয়াতে তাঁর বহুদিনের লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ এটি।
জানা গেছে, ছাঁটাইয়ের তালিকায় মার্কিন পররাষ্ট্র সার্ভিসের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও রয়েছেন, যাঁরা চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হয়ে মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করেছেন।
এই পুনর্গঠনপ্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, একটি নতুন ‘আন্ডারসেক্রেটারি ফর ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ পদ তৈরি করা, যা এরই মধ্যে সিনেটে পাস হয়েছে। এই পদ নতুনভাবে গঠিত ‘ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার’-এর দেখভাল করবে। সূত্র : সিএনএন
ইউটি/টিএ