মিয়ানমারে মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সামরিক জান্তা-বিরোধী এক যোদ্ধা ও স্থানীয় একজন বাসিন্দা।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। দীর্ঘ এই সংঘাতে দেশটির মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা পরিচালনা করছে জান্তা বাহিনী।

স্যাগাইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তা-বিরোধী যোদ্ধা বলেছেন, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে অবস্থান করা বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা।

এএফপিকে তিনি বলেন, হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জান্তা-বিরোধী ওই যোদ্ধা বলেন, লোকজন বৌদ্ধ মঠকে নিরাপদ ভেবে সেখানে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ওপর বোমা হামলা চালানো হয়েছে। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও জান্তা বাহিনীর মুখপাত্র জ্য মিন তুন তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে এএফপি।

সামরিক বাহিনীর হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা নিশ্চিত করেছেন। তিনি ভোরের দিকে কয়েকজনের মরদেহ গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করার কাজে সহায়তা করার জন্য তিনি ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছিলেন। এ সময় তিনি সেখানে ২২ জনের মরদেহ গণনা করেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেছেন, ‌‌‘‘অনেকের মাথায় আঘাতের ক্ষত রয়েছে। এছাড়া অনেকের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক।”

চলতি বছরের মার্চে স্যাগাইং অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে সেখানে প্রায় ৩ হাজার ৮০০ মানুষ নিহত হন। এছাড়া গৃহহীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ।

ভূমিকম্পের পর জান্তা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরও ওই অঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলা ও সংঘাত অব্যাহত রয়েছে। গত মে মাসে স্যাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় দুই শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী নিহত হন।

সূত্র: এএফপি।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Jul 12, 2025
img
এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব : নাহিদ ইসলাম Jul 12, 2025
মিটফোর্ডের ঘটনায় বিএনপিকে নিয়ে যা বললেন জুলাইয়ের যোদ্ধা? Jul 12, 2025
img
মাস্তি ইউনিভার্সে ২০ বছর পর ফিরছেন জেনেলিয়া Jul 12, 2025
img
ব্যবসায়ী হত্যার ঘটনায় শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল Jul 12, 2025
img
ভারত যোগ না দিলেও বাংলাদেশেই হবে এসিসির সভা: মিঠু Jul 12, 2025
img
রাবণ হয়ে ফিরছেন যশ, পুরো রামায়ণ পার্ট ওয়ানেই থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায় Jul 12, 2025
img
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা এমদাদুল বহিষ্কার Jul 12, 2025
img
চলতি বছরের প্রথম ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি Jul 12, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্প্রচার স্বত্ব বেচাকেনায় চমক Jul 12, 2025
img
‘আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা’ Jul 12, 2025
img
‘বাঘি ৪’ সিনেমায় অ্যাকশনের রাজপুত্র হয়ে ফিরছেন টাইগার শ্রফ! Jul 12, 2025
img
পিএসজির সাফল্যে একক কৃতিত্ব দিচ্ছেন না কোচ Jul 12, 2025
img
যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করলেও সবাই চুপ থাকে: মনজিল মোরসেদ Jul 12, 2025
দেশের চলমান ইস্যু নিয়ে যা বললেন জাবি ছাত্রদল Jul 12, 2025
অটোরিকশা বন্ধ করে নিকুঞ্জবাসীর দৃষ্টান্ত স্থাপন! Jul 12, 2025
হাসিনার পাল্টা জবাব অনয়ের; যেভাবে আসলো সেই "কথায় কথায় বাংলা ছাড়" স্লোগান Jul 12, 2025
img
লিটনেই আস্থা প্রধান কোচের Jul 12, 2025
img
চলতি বছর ইইউতে প্রবেশে শীর্ষে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা Jul 12, 2025
img
বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর Jul 12, 2025