দুই দশক পর সেই পুরনো ‘মাস্তি’ ফিরছে নতুন মোড়ে, নতুন গল্পে। তবে পুরনো স্মৃতি উসকে দিয়ে আলোচনার কেন্দ্রে এখন একজনই - জেনেলিয়া দেশমুখ। যুক্তরাজ্যের শুটিং সেটে তাঁকে দেখে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলিউড মহলে। মাস্তি সিরিজের চতুর্থ কিস্তিতে তিনি ফিরছেন কি না, এই জল্পনাই এখন ঘুরছে ফ্যানদের মুখে মুখে।
সাম্প্রতিক সময়ে বার্মিংহামের ভিক্টোরিয়া স্কোয়ারে মাস্তি ৪-এর গানের শুটিং চলাকালীন ক্যামেরাবন্দি হন জেনেলিয়া। সাদা-অলিভ পোশাক আর হলুদ জ্যাকেটে তাঁর উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। সঙ্গে ছিলেন স্বামী রীতেশ দেশমুখ এবং তাঁদের দুই পুত্র - রিয়ান ও রাহিল। স্পষ্টতই পুরো পরিবার মিলেই কাটাচ্ছেন শুটিং মুহূর্ত।
জানা গেছে, এবারও মাস্তি ফ্র্যাঞ্চাইজির মূল ত্রয়ী রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি থাকছেন প্রধান ভূমিকায়। পরিচালনায় মিলাপ মিলান জাভেরি। ছবির কনসেপ্ট এবার ঘুরে গেছে নতুন পথে - ছেলেদের বদলে এবার গল্প এগোবে নারীদের দৃষ্টিকোণ থেকে। বিয়ের বাইরের সম্পর্কে এবার মেয়েরাই জড়াবে, আর সেখানেই তৈরি হবে হাসি ও নাটকের নতুন মাত্রা।
এই গল্পের সঙ্গে জেনেলিয়া থাকছেন একটি ক্যামিও চরিত্রে, যা ছোট হলেও আবেগঘন। পরিচালক নিজেই জানিয়েছেন, এটা মাস্তি সিরিজের জন্য এক ধরনের "হোমকামিং"। তাঁর উপস্থিতি শুধু ক্যামেরার সামনে নয়, পারিবারিক মুহূর্তেও ধরা পড়েছে - সহঅভিনেত্রী এলনাজ নোরৌজির জন্মদিনের অনুষ্ঠানে জেনেলিয়ার প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্ভাব্য মুক্তির সময় ২০২৬ সালের গ্রীষ্মকাল। আর সেই সময়েই পর্দায় দেখা যাবে পুরনো মাস্তির নতুন অধ্যায়। তবে এই অধ্যায়ে যতই নতুন চরিত্র, নতুন মোড় আসুক না কেন, দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে জেনেলিয়ার ফিরে আসা। তাঁর সেই চেনা হাসি, চেনা অভিব্যক্তি, আর রীতেশের সঙ্গে রসায়ন - সব মিলিয়ে এক নস্টালজিক উন্মাদনায় ভাসছে বলিউড ও দর্শকরা।
টিকে/