ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে গঠিত কমিটির এক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। গত বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে প্রতিটি অনুষদে একটি করে সেমিনার আয়োজন। এ ছাড়া হল, বিভাগ ও ইনস্টিটিউটগুলো পৃথকভাবে আলোচনাসভা/সেমিনারের আয়োজন করবে। ‘জুলাই অভ্যুত্থান : তারুণ্যের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী আন্ত বিভাগ বিতর্ক উৎসব এবং গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
গণ-অভ্যুত্থান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ডকুমেন্টারি নির্মাণ করা হবে। শিক্ষার্থী নির্যাতনের ঘটনা স্মরণে ১৫ জুলাই আবাসিক হলগুলোতে পৃথক কর্মসূচি নেওয়া হবে। আগামী ১৪ জুলাই রাত ১০টায় এবং রাত ১২টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পৃথকভাবে উদযাপন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৫ জুলাই ক্যাম্পাসে এলইডি ডিসপ্লে করা হবে।
ইউটি/টিএ