পরিবহন খাতে চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১২ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর দল কোনো প্রকার শৈথিল্য না দেখিয়ে মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ওই বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
যুবদলের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরের বাস চলাচলে বাধা, বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের ঘটনায় ওই যুবদল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয় বিভিন্ন সংস্থার কাছে। শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবি, ফাহিম নিয়মিত মাসিক চাঁদা আদায় এবং পরিবহন মালিকদের কাছ থেকে এককালীন মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। এতে রাজি না হওয়ায় যাত্রাবাড়ীতে শরীয়তপুরগামী বাসগুলোকে চলাচলে বাধা দেওয়া হয়।
এই ঘটনায় গত কয়েক দিনে ১০টি বাস ভাঙচুর এবং ১২ জন শ্রমিক মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফাহিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে শরীয়তপুরে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ একাধিক কর্মসূচি পালন করে আসছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম দাবি করেন, আমাদের পরিবহনকে নিয়ন্ত্রণ করতে চায় কিছু পক্ষ। সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
কেএন/টিকে