স্বাভাবিক জীবনে লুই ফন গাল, ফিরতে চান কোচিংয়ে

নেদারল্যান্ডস জাতীয় দল ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গাল প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সার থেকে মুক্তির সুখবর দিয়েছেন। এরপরই স্বাভাবিক জীবনে ফিরে কোচিং পেশায় প্রত্যাবর্তন করতে চান বলেও জানিয়েছেন তিনি। স্বদেশি এক টকশোতে ফন গাল জানান, ‘সবকিছু (চিকিৎসা) ভালোভাবে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমি ফিট হয়ে উঠছি।’

তবে এখনও নিয়মিত চেকআপ চলছে বলে জানান ৭৩ বছর বয়সী সাবেক এই ডাচ কোচ। এর আগে তিনি ২০২২ সালের এপ্রিলে প্রোস্টেট ক্যান্সারের ভয়াবহ পর্যায়ে আছেন বলে খবর প্রকাশ্যে আসে। তখন ক্যান্সারের তৃতীয় ধাপে ছিলেন ফন গাল। ওই বছরই কাতার বিশ্বকাপ শেষে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেন।

দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন শেষে আবারও ফুটবলে সঙ্গে ফেরার কথা জানিয়ে ফন গাল বলেন, ‘আমার আর ক্যান্সার নিয়ে ভাবনার কিছু নেই। দুই বছর আগে আমার কয়েকটি অস্ত্রোপচার করা হয়। তখন অবস্থা খারাপ ছিল। তবে (চিকিৎসা) শেষ পর্যন্ত কাজ করেছে। কয়েক মাস পর পর আমার চেক-আপ করা হয়েছে এবং সবকিছু ভালোভাবে যাচ্ছে। দিন দিন আমি আরও ফিট হয়ে উঠছি।’ কোনো শীর্ষ পর্যায়ের জাতীয় দলে কোচিং করানোর ইচ্ছাপ্রকাশ করেছেন ফন গাল।

এর আগে এই ডাচ টেকটিশিয়ান নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নেন তিন দফায়। আর ক্লাব কোচিংয়ে দুই দফা করে বার্সেলোনা ও আয়াক্সের কোচ ছিলেন। এ ছাড়া বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের ডাগআউট সামলানোরও অভিজ্ঞতা আছে লুই ফন গালের। বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সের বিশেষ পরামর্শক হিসেবে কাজ করছেন।

আয়াক্সের হয়ে কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে তিনটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ফন খাল। এ ছাড়া তিনি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও লিগ শিরোপার পাশাপাশি আরও অনেক ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। নিজের শেষ ম্যাচেই তিনি এফএ কাপের শিরোপা জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। সবমিলিয়ে তার কোচিংয়ে এসেছে ২০টি মেজর ট্রফি।

প্রসঙ্গত, ফন গালের সঙ্গে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর গোল করে আলবিসেলেস্তে তারকা তার সামনে দাঁড়িয়ে বুনো উদযাপনও করেন। দুই দলের সেই কোয়ার্টার ফাইনাল ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। যেখানে ৪-৩ ব্যবধানে জিতে সেমিতে ওঠে মেসির আর্জেন্টিনা। এর আগে ক্যান্সারে নিজের প্রথম স্ত্রী ফার্নান্দাকে হারিয়েছিলেন ফন গাল।

এফপি/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে ভারতকে: মির্জা ফখরুল Jul 14, 2025
img
আজ দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন ড. মুহাম্মদ ইউনূস Jul 14, 2025
img
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ Jul 14, 2025
img
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই Jul 14, 2025
img
বল হাতে ‘ইকোনমিক্যাল’ সাকিব, ব্যাটিংয়ে ব্যর্থ Jul 14, 2025
img
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের Jul 14, 2025
img
এবার অ্যাকশন সিনেমায় একসঙ্গে ববি-রণবীর Jul 14, 2025
img
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট শিশির মনিরের খোলা চিঠি Jul 14, 2025
img
কেন্দ্রের গাফিলতিতে ফেল ৪৮ শিক্ষার্থী, সংশোধনের পর অনেকে পেল জিপিএ-৫ Jul 14, 2025
img
রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী Jul 14, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 14, 2025
img
দীপিকার পোশাক ও চেহারা দেখেই সীমা হারাল নিন্দুকেরা! Jul 14, 2025
img
তিব্বত ইস্যুই ভারত-চীন সম্পর্কের মূল কাঁটা: বেইজিং Jul 14, 2025
img
শেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ Jul 14, 2025
img
আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ Jul 14, 2025
img
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ Jul 14, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ৯৫ জন Jul 14, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার Jul 14, 2025
img
গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি Jul 14, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ৫৭তম Jul 14, 2025