জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামীকাল থেকে হারারেতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজের অন্য দলটি নিউজিল্যান্ড। কিউইরা এই সিরিজের জন্য গত ২৭ জুন দল ঘোষণা করেছিল।
নিউজিল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন ফিন অ্যালেন। সান ফ্রান্সিস্কো ইউনিকর্নের হয়ে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলার সময় পায়ে চোট পেয়েছেন তিনি। ফলে ছিটকে গেছেন ত্রিদেশীয় সিরিজ থেকে। এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন তিনি। তার জায়গায় প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ডেভন কওয়েকে ডেকেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
গত বছরের জুনে শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ খেললেও কনওয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন। খেলেছেন মেজর লিগ ক্রিকেটেও। টেক্সাস সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ১২৭.২৫ স্ট্রাইকরেটে তিনি করেছেন ১৩৫ রান।
শুধু ডেভন কনওয়ে নন, টি-২০ দলে ডাক পেয়েছেন মিচেল হে, টিম রবিনসন ও জিমি নিশামও। এই তিনজনকে ডাকা হয়েছে মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র ১৪ জুলাই পর্যন্ত ডালাসে এমএলসির ফাইনাল খেলতে থাকবেন বলে।
পরিবর্তন নিয়ে কিউই দলের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘ফিনের জন্য আমরা সত্যিই হতাশ। তার সঙ্গে কাজ করার জন্য এবং এমএলসি থেকে তার ফর্ম ধারাবাহিক থাকবে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। দুর্ভাগ্যবশত ইনজুরি দেখা দিল। আমরা ভাগ্যবান যে ফিনের স্থলাভিষিক্ত হিসেবে ডেভনের মতো মানের কাউকে ডাকতে পেরেছি।’
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ আগামী বুধবার (১৬ জুলাই), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল হবে ২৬ জুলাই।
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল হে, টিম রবিনসন, জিমি নিশাম, টিম সেইফার্ট ও ইশ সোধি।
এমআর/টিকে