ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়েছিল টাইগাররা। তবে শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারে লিটন দাসের দল।
দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এর ফলে সিরিজ জয়ের আশা এখনও বেঁচে আছে টাইগারদের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ লঙ্কানদের ৯৪ রানের গুটিয়ে দিয়ে ৮৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে। রানের হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
এই জয়ে বড় অবদান অধিনায়ক লিটন দাসের। তিনি ৫০ বলে ৫ ছক্কা ও এক চারে খেলেছেন ৭৬ রানের ইনিংস। তাওহীদ হৃদয়ের সঙ্গে শুরুতে ৬৯ রানের ইনিংসের পর শামীম পাটোয়ারীকে নিয়ে লিটন আরও যোগ করেন ৭৭ রান। আর তাতেই বাংলাদেশের ১৭৭ রানের পুঁজি নিশ্চিত হয়।
হৃদয় ২৫ বলে ৩১ রান করে আউট হন। আর শামীম ইনিংসের শেষদিকে ফেরেন ২৭ বলে ৪৮ রান করে। ম্যাচ শেষে লিটন ও হৃদয়কেই ম্যাচের কৃতিত্ব দিয়েছেন শামীম। হৃদয় ও লিটন দুজনই অফ ফর্মে ভুগছিলেন। এই দুজনের রানে ফেরা দরকার ছিল বলেই ধারণা শামীমের।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আসলে তখন মাঝেমধ্যে গেম একটু স্লো করতে হয়। সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল। যেহেতু আমরা লাস্টের দিকে আমাদের ভালো ব্যাটসম্যান আছে, সো ওইটা আমরা কভার করতে পারবো ইজিলি। সো এটা খুবই দরকার ছিল হৃদয় আর লিটন দাসের ইনিংসটা।'
আগের ম্যাচে মাত্র ৫ বল খেলার সুযোগ পেয়ে শামীম করেছিলেন ১৪ করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ম্যাচে দ্রুত উইকেট পতনের পর উইকেটে এসে লিটনের সঙ্গে জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন শামীমই। আর শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে ডিরেক্ট থ্রুতে কুশল পেরেরাকে রান আউট করে লঙ্কানদের শুরুর ধাক্কা দিয়েছিলেন শামীমই।
এর আগে অনেকবার শামীম জানিয়েছেন তার পছন্দের ক্রিকেটার সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সেটাই আবার জানালেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে খোলাসা করে শামীম বলেন, 'অবশ্যই এবিডির ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি। আর আমি সবসময়ই পজিটিভ থাকার ট্রাই করি। টি-টোয়েন্টি গেমটাই হলো পজিটিভনেস যত থাকবো আমি মনে করি তত ভালো।'
এখনও সিরিজ জয়ের সুযোগ আছে। শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যের কথা জানিয়ে শামীম বলেন, 'অবশ্যই যেহেতু কারণ আমরা ওডিআই সিরিজটা হেরে গিয়েছি। তাই এখন আমরা সমতায় আছি। তাই এখনো সিরিজটা জেতার সুযোগ আছে আমাদের। তাই আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ।'
আরআর