জমে উঠেছে লর্ডস টেস্ট। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা। প্রথম ইনিংসে দুই দল সমানে সমান লড়াইয়ের পর, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে অল্পতেই গুটিয়ে দেয় ভারত। তবে ছেড়ে কথা বলার মতো দল না ইংল্যান্ড। অল্প রানের লক্ষ্য দিয়েও লড়াইয়ে রয়েছে তারা।
রোববার (১৩ জুলাই) লর্ডসে চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের দেয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে ৫৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে ভারত। ফলে শেষ দিনে লর্ডস টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট, আর ভারতের ১৩৫ রান।
চতুর্থ দিনের শুরুতে বিনা উইকেটে ২ রান নিয়ে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি এগোচ্ছিলেন দেখেশুনেই। তবে দলীয় ২২ রানে ডাকেটকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে মাত্র ৪ রান করেন ওলি পোপ। দলীয় ৫০ রানে আরেক ওপেনার জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরান নিতিশ রেড্ডি।
এরপর প্রতিরোধের চেষ্টা করেন জো রুট ও হ্যারি ব্রুক৷ তবে ব্রুককে বোল্ড করেন আকাশ দীপ। ১৯ বলে ২৩ রানের ইনিংসে এই ডানহাতি ব্যাটার হাঁকান ৪টি চার ও ১ ছক্কা। এরপর জো রুটকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক বেন স্টোকস। তাদের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল ইংল্যান্ড।
তবে ৪০ রান করা রুটের আউটের পর ছন্দপতন ঘটে স্বাগতিকদের। স্টোকস ৩৩ রানে ফেরার পর বাকিরা কেউ বলার মতো স্কোর করতে পারেননি। ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৪ উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর।
১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে বিদায় নেন জয়সওয়াল। এরপর রাহুল ও নায়ার দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে ইনিংসের ১৩তম ওভারে নায়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রাইডন কার্স। তার কিছুক্ষণ পর গিলকেও একইভাবে আউট করেন কার্স। শেষ দিকে নাইটওয়াচ ম্যান হিসেবে নেমে সুবিধা করতে পারেননি আকাশ দীপ। স্টোকসের বলে বোল্ড হয়ে ফিরে যান ১ রানে। দিন শেষে কেএল রাহুল অপরাজিত আছেন ৩৩ রানে।
আরআর