গ্লোবাল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামছে সাকিব-গুলবাদিন নাইবের দুবাই। আগে ব্যাটিংয়ে নামবে গায়ানা।
এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে সাকিবের দুবাই। প্রথমটিতে সাকিব নিজেই ব্যাটে-বলে পারফর্ম করে দল জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচটি হেরেছে তার দল। দলের তৃতীয় ম্যাচে অবধারিতভাবেই আছেন সাকিব।
দুবাই ক্যাপিটালস একাদশ:
গুলবাদিন নাইব (অধিনায়ক), কালিম সানা, রোহান মোস্তাফা, সেদিকুল্লাহ আতাল, কাইস আহমাদ, জেসি বুউটান, কাদিম অ্যালেইন, ডমিনিক ড্রাকস, নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), সাকিব আল হাসান, সঞ্জয় কৃষ্ণমূর্তি।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একাদশ:
জুয়েল অ্যান্ড্রু (উইকেটকিপার), জনসন চার্লস, রহমানউল্লাহ গুরবাজ, শারফেইন রাদারফোর্ড, শিমরন হেটমায়ার, মঈন আলী, রোমারিও শেফার্ড, ডোয়েইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেইন, ইমরান তাহির (অধিনায়ক)।
আরআর