‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’, লিটনকে নিয়ে বিসিবি সভাপতি

সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো করতে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে টপঅর্ডাররা। অবশেষে সেই বৃত্ত থেকে বেরিয়ে আসলেন লিটন দাস। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। পরবর্তীতে বোলিংয়েও লঙ্কানদের চেপে ধরেন টাইগার বোলাররা।

রিশাদ-শরিফুলদের তোপে দলীয় শত রানের আগেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে ৮৩ রানের জয় নিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ।দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এ ছাড়া ৪৮ রান করেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

লিটনের রান করতে পারা নিয়ে খুশি সমর্থকরা। গেল কয়েক ম্যাচ ধরে সাদা বলের ক্রিকেটে বড় রান করতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। যে কারণে প্রশ্ন উঠছিল লিটনের সামর্থ্য নিয়েও। অধিনায়কের ব্যাটে রান নিয়ে খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। জানালেন চিরায়ত সেই ক্রিকেটের কথাও।



আজ (সোমবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলছিলেন, 'কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। লিটনের প্রতি আমাদের বিশ্বাসটা রাখা উচিত। তবে আমি কাউকে একক কৃতিত্ব দিতে চাই না। এই জয়ের পেছনে দলীয় পারফরম্যান্সের ভূমিকা বেশি। শামীম-লিটন সবাই ভালো খেলেছে। বোলিংয়ের সময় দেখেন সবাই ভালো করেছে। এখান থেকে পেছনে না তাকিয়ে যত কম ভুল করা যায় আর কি, সামনে এগোতে হবে।' 

বাংলাদেশ দল সবশেষ কবে সিরিজ জিতেছে মনে করতে হলে অনেকটা পেছনে ফিরতে হবে। চলতি বছর এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেননি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজটি অবশ্য এখনো জয় করার সুযোগ রয়েছে। আগামী বুধবার শেষ ম্যাচটি জিতলে সিরিজ জয়ের সুযোগ থাকছে লিটনের দলের।

বিসিবি সভাপতি অবশ্য আশা ছাড়ছেন না। বুলবুল বিশ্বাস রাখছেন শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের জয় পরাজয়ের কথা মনে করিয়ে দিলেন তিনি আবারও। একইসঙ্গে উন্নতির তাগিদ দিয়ে রাখলেন বুলবুল। 

বিসিবি সভাপতি বলছিলেন, 'অবশ্যই' সিরিজ জেতা সম্ভব। দেখেন এই সিরিজের আগে একটা জেতা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি। তারপর একটা টেস্ট হারলাম, তারপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা আমাদের জেতা ছিল।

কিন্তু আমরা ব্যাটিং কলাপ্সের কারণে হেরে গেলাম। দ্বিতীয়টা আমরা জিতলাম, এরপরে আবার হারলাম। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটাও হারলাম, গতকালকে জিতলাম। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় উন্নতি করলে আরো ভালো করবে।'

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন Jul 14, 2025
img
যশোরে বিএনপি নেতাকে হত্যা, গ্রেফতার ৩ Jul 14, 2025
img
প্রজাপতি ২:মিঠুন-দেবের সঙ্গে এবার ইধিকাও Jul 14, 2025
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে: ম্যাক্রোঁ Jul 14, 2025
আগামী নির্বাচনে আসতে যাচ্ছে যেসব বড় পরিবর্তন Jul 14, 2025
img
দেশের প্রেক্ষাগৃহে নেপালি সিনেমা Jul 14, 2025
img
শ্রাবণ শুরু হতেই শিবপুজো করলেন মিমি, অপরাজিতার নিয়মমাফিক উপবাস Jul 14, 2025
img
চার বছর পর জাস্টিন বিবারের ষ্টুডিও অ্যালবাম Jul 14, 2025
img
নীরবেই ভাঙল এক নীরব প্রেম : আদর্শ জুটি সাইনা-কাশ্যপের বিচ্ছেদের গল্প Jul 14, 2025
img
বৃদ্ধের প্রতি ‘অসৌজন্যমূলক’ আচরণে তোপের মুখে কঙ্গনা Jul 14, 2025
img
বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও Jul 14, 2025
img
মহাত্মা গান্ধীর চরিত্রে অনুপম খের, এক বছর ধরে দূরে থেকেছেন প্রিয় সব খাবার থেকে Jul 14, 2025
img
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিলেন ড. আক্তার হোসেন Jul 14, 2025
img
‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি হতে পারেন নতুন বন্ড গার্ল Jul 14, 2025
img
বিজ্ঞাপনের বিয়েতে সিঁদুররাঙা প্রিয়াঙ্কা, সত্যিকারের বিয়ে এখনও বাকি Jul 14, 2025
img
ঘুমের ওষুধ খেয়ে আত্মহনন করলেন ২৬ বছর বয়সী অভিনেত্রী Jul 14, 2025
img
দেশি কোচদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক,কারণ কী? Jul 14, 2025
img
‘তোমার চুপ করে শোনা উচিত’, জয়ার কথায় থেমে গেলেন শ্বেতা Jul 14, 2025
img
হানি সিং এর ট্যাটুতে ফুটে উঠল এ আর রহমানের প্রতি গুরুভক্তি Jul 14, 2025
যে আমল করলে মানসিক শান্তি পাবেন | ইসলামিক জ্ঞান Jul 14, 2025