রণবীর কাপুরের পথেই এবার হাঁটলেন অনুপম খের। চরিত্রের ভেতরে ঢুকে পড়ার জন্য তিনি এক বছর ধরে ত্যাগ করেছেন মাংস ও মদ। কারণ, তিনি হতে চান মহাত্মা গান্ধী। বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ গান্ধীর ভূমিকায় দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেতাকে। আর সেই চরিত্রটিকে ‘আত্মস্থ’ করতেই শুরু হয়েছে কঠোর অনুশাসন, আত্মত্যাগের অধ্যায়।
অনুপম খের নিজেই জানালেন, ‘‘মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করা যে কোনও অভিনেতার কাছে স্বপ্নের মতো। এই চরিত্রকে বাস্তবে ফুটিয়ে তোলার জন্য আমি গত এক বছর ধরে নিরামিশাষী হয়েছি, মদ্যপান বন্ধ করেছি এবং নিজের ওজন কমিয়েছি।’’
‘মেথড অ্যাক্টিং’—চরিত্রের শরীর, মন, অভ্যেস সবকিছু নিজের মধ্যে ধারণ করার এই পদ্ধতিতে বিশ্বাসী অনুপম খের এই প্রথমবার নয়। তবে গান্ধীর মতো ঐতিহাসিক চরিত্রের জন্য তার এই ধরণের প্রস্তুতি নজর কেড়েছে অনেকের।
‘দ্য বেঙ্গল ফাইলস’ মূলত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাম্প্রদায়িক ইতিহাস ঘিরে নির্মিত হতে চলেছে। শুরুতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ‘দ্য দিল্লি ফাইলস’ নির্মাণের ঘোষণা করেছিলেন। কিন্তু গবেষণার সময় বাংলার ইতিহাসের নানা স্তর তাকে এতটাই নাড়িয়ে দেয় যে পরিকল্পনা বদলে ফেলেন তিনি।
পরিচালক জানিয়েছেন, বাংলা এমন একটি রাজ্য, যা স্বাধীনতা-পূর্ব ও পরবর্তী সময়ে দু’বার বিভক্ত হয়েছে। এখানে বারবার দেখা গেছে ভয়ঙ্কর গণহত্যা, রাজনৈতিক সহিংসতা এবং ধর্মীয় বিভাজনের ছাপ। সেই ইতিহাসই তুলে ধরা হবে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ।
বিবেকের মতে, দ্বিজাতিতত্ত্ব নিয়ে মতবিরোধের পাশাপাশি বাংলায় ছিল কমিউনিজ়ম ও নকশাল আন্দোলনের প্রভাব। আর ফলাফল হিসেবে বাংলার মাটিতে এক দীর্ঘস্থায়ী সহিংসতার বৃত্ত তৈরি হয়েছে।
এই ছবিতে অনুপম খের ছাড়াও থাকছেন পল্লবী জোশী, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিনেতা। এমন এক সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে মহাত্মা গান্ধীর মতো চরিত্রে অনুপম খের কতটা প্রভাব ফেলতে পারেন, তা নিয়েও তৈরি হচ্ছে বিস্তর কৌতূহল ও বিতর্ক।
রণবীর যেমন ‘রামায়ণ’-এর রামের চরিত্রে অভিনয়ের জন্য মদ ও মাংস ত্যাগ করেছেন, তেমনি অনুপম খেরও তার অভিনয়ের জন্য বেছে নিয়েছেন আত্মনিবেদনের কঠিন পথ।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর বিবেক অগ্নিহোত্রীর এই নতুন ছবিতে আবারও উঠে আসছে ভারতের বিতর্কিত ইতিহাস। আর সেই ইতিহাসে অনুপম খের হয়ে উঠতে চান আদর্শের প্রতীক।
এসএন